ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম থেকে ৩ শিশু উদ্ধার

প্রকাশিত: ০৬:১৭, ২৫ মে ২০১৮

অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম থেকে ৩ শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় তিন শিশুকে অপহরণের ৯ দিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের এ ঘটনায় জড়িত থাকায় দুই শাশুড়িসহ তাদের এক জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার পশ্চিম আবদুল্লাহপুর গ্রামের মোঃ সামসুদ্দিনের ছেলে মোস্তফা কামাল ভাবন (২৪), ভাবনের শাশুড়ি একই থানার দাড়িয়াকান্দি গ্রামের আব্বাস আলীর স্ত্রী সোহেনা (৩৫) এবং ভাবনের চাচি শাশুড়ি মোঃ শিশু মিয়ার স্ত্রী রিতা (৩৫)। গ্রেফতারকৃতরা গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ভাড়া বাসায় থাকে। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও অপহৃতদের স্বজনরা জানায়, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামের বেকার তিন কিশোর মোখলেছুর রহমানের ছেলে সহিদ (১৩), একই এলাকার মোঃ দুলাল মোড়লের ছেলে মোঃ ইকবাল মোড়ল (১৭) ও ফরিদ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (১৯) কিছুদিন ধরে কাজের সন্ধান করছিল। হঠাৎ তাদের সঙ্গে মোস্তফা কামাল ভাবনের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে ভাবন ওই বেকার কিশোরদের জুতা তৈরির কারখানায় চাকরি দেয়ার কথা বলে কৌশলে গত ১৫ মে দুপুরের দিকে তাদের যাত্রীবাহী বাসে উঠিয়ে কাপাসিয়া থেকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় অপহরণ করে নিয়ে যায়। সেখানে ভাবন ও তার সহযোগীরা একটি বাসায় কিশোরদের আটকে রেখে মারধর করে মুক্তিপণ দাবি করে। এ সময় অপহৃত কিশোরদের অভিভাবকদের কাছে মোবাইলে ফোন করে অপহরণকারীরা জানায়, সড়ক দুর্ঘটনায় ওই তিন কিশোর মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের বাঁচাতে হলে দ্রুত টাকা পাঠাতে হবে। তাদের কথামতো তিন কিশোরের অভিভাবক অহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে ২১ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে অপহরণকারীরা আরও টাকা দাবি করে। কিশোরদের সন্ধানে তাদের স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজ কিশোরদের সন্ধান না পেয়ে গত ১৯ মে অপহৃত সোহাগ মিয়ার বাবা ফরিদ মিয়া কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা চেতনানাশক খাওয়ায়ে অপহৃতদের টঙ্গী থেকে চট্টগ্রামে নিয়ে যায়। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেনের নেতৃত্বে কাপাসিয়া থানার পুলিশ বুধবার ভোররাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেনা ও রিতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানার সুজাকাঠঘর এলাকা হতে অপহরণকারী চক্রের মূলহোতা ভাবনকে গ্রেফতার করে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার পরিত্যক্ত টিনসেডের একটি কক্ষ থেকে অপহৃত ওই তিন কিশোরকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা অপহরণকারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×