ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষকের নামে ঋণ দেখিয়ে লাখ লাখ টাকা লোপাট

প্রকাশিত: ০৬:১৩, ২৫ মে ২০১৮

কৃষকের নামে ঋণ দেখিয়ে লাখ লাখ টাকা লোপাট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কিশোরীগঞ্জ উপজেলার শাখা থেকে অসংখ্য কৃষকের নামে ঋণের হালনাগাদের (রিকভারি) নামে নতুন করে ঋণ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সঙ্গে ব্যাংকটির ওই শাখার কর্মকর্তারা সরাসরি জড়িত বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। অভিযোগ মতে ঋণ না পেয়েও ব্যাংকের কথিত ঋণের বোঝা মাথায় নিয়ে দিশাহারা হয়ে পড়েছে ঋণ গ্রহীতা সাধারণ কৃষক। দুঃখের বিষয় যাদের নামে ব্যাংক ঋণ দেখানো হয়েছে তারা কেউ জানেন না তাদের নামে ব্যাংকে ঋণের পরিমাণ কত। এমনকি তাদের কাছে নেই কোন ঋণের কাগজপত্রাদি। ব্যাংকের অভ্যন্তরীণ এক অডিট আপত্তিতে বিষয়টি ধরা পড়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক ও দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর কিশোরীগঞ্জ উপজেলা শাখা হতে ২০১৫-১৬ অর্থবছরে ৭৬৯ জন ঋণ গ্রহীতার নামে ৫ কোটি ১৭ লাখ ৭২ হাজার টাকা ঋণ বিতরণ দেখানো হয়। এর মধ্যে ১৫ জন ব্যবসায়ীকে সিসি লোন দেয়া হয় ৭৪ লাখ ৩০ হাজার। বাকি ৪ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকা ৭৫৪ জন কৃষকের মধ্যে বিতরণ দেখানো হয়েছে। অপর দিকে ২০১৬-১৭ অর্থবছরে ৬৯১ ঋণ গ্রহীতাকে ৫ কোটি ৪০ লাখ ৬১ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ১৭ ব্যবসায়ীকে সিসি লোন দেয়া হয় ৭২ লাখ ৪০ হাজার, বাকি ৪ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৬৭৪ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়। ২০১৭-১৮ অর্থবছরে এখন পর্যন্ত ২৮১ জনের নামে ২ কোটি ৯৩ লাখ ১৩ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ২০ ব্যবসায়ীর নামে সিসি লোন ৮৭ লাখ ৫০ হাজার এবং ২৬১ জন কৃষকের মধ্যে ২ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকা বিতরণ করা হয়।
×