ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে আনসার আল-ইসলামের ৭ জঙ্গী গ্রেফতার

বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল ওদের

প্রকাশিত: ০৬:০৭, ২৫ মে ২০১৮

বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল ওদের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় অভিযান চালিয়ে সাত জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। গ্রেফতারকৃতরা ঢাকায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ব্লগার, প্রকাশক, লেখকদের হত্যার টার্গেট করেছিল। দীর্ঘদিন তারা আত্মগোপনে ছিল। সম্প্রতি তারা আবার প্রকাশ্যে এসেছে। তারা এতদিন প্রযুক্তির বাইরে থাকায় তাদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়েছিল। তাদের সঙ্গে এমন মিশনের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তা জানার চেষ্টা চলছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে জিহাদী বই, বিস্ফোরকসহ জঙ্গী কার্যক্রম চালানোর নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি আরও জানান, তাদের কাছে তথ্য ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে গোপনে সংগঠিত হচ্ছে। তারা বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছে। বিশেষ ব্লগার, লেখক, প্রকাশকসহ এ ধরনের ব্যক্তিদের হত্যার টার্গেট করছে। ওইসব জঙ্গী ঢাকার মুগদা, যাত্রাবাড়ী ও বাড্ডার ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রাজধানীর মুগদা ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ কামাল উদ্দিন (৩৭), পিতা-মোঃ আলী, গ্রাম-চরবংশী, চরবংশী দক্ষিণ, পোস্ট-হাসের হাট, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, বর্তমানে-মা-া রোড, আব্দুল গফুর মিয়া বাড়ী। সিফাত (৩০), গ্রাম-সোউলা ঘোড়াশাল, থানা-মুরাদনগর, পোঃ-ঘোড়াশাল, জেলা-কুমিল্লা। দিদারুল ইসলাম (২৬), পিতা-মোঃ আবুল হাসেম, ঠিকানা- মাস্টারবাড়ী, গ্রাম উত্তর দশানী, কলাকান্দা, মতলব, চাঁদপুর। মোঃ রিফাতুল্লাহ সাব্বি খান (১৯), পিতা- মোঃ আব্দুল মুন্নাফ খান, সাং-কাজীর চর, পোঃ-লমসনপুর, শেরপুর সদর। মোঃ শীতল মিয়া (২৭), পিতা-মৃত ইসলাম মিয়া, সাং-কাছপাই, ইউনিয়ন-দুপুরিয়া, থানা-সদর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়। এদের দেয়া তথ্য মোতাবেক বাড্ডা এলাকা থেকে পুরো গ্রুপের নেতৃত্বদানকারী আনসার আল ইসলামের অন্যতম নেতা ও সমন্বয়ক মুহিবুর রহমান ওরফে রাকিব ওরফে আবু উমামা ওরফে বাবু (২৪), পিতা-আব্দুর রাজ্জাক, গ্রাম-গাবতলা, পোঃ-শাখারীকাঠি, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর। বর্তমানে ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ, বাউনিয়া বটতলা বাজার, জে-ব্লক, বারিধারা, ঢাকা ও ফরিদপুর থেকে মোঃ এরশাদুল হক টিটু (২৪), পিতা- মাওলানা সায়েদুদ্দিন, সাং-বড় লক্ষণদিয়া পোস্ট তুঘলদিয়া-৭৮৪০, বট্টি, থানা-সালথা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়। আবু উমামা ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক। তিনি আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক ও পরিকল্পনাকারী। গোপনে দাওয়াতি কার্যক্রম চালাত। তিনি ফেসবুক পেইজ ‘গাজওয়াতুল হিন্দ’, জঙ্গীবাদকে হ্যা বলুন, এসো কাফেলাবদ্ধ হই’ এর সদস্য। টিটু সংগঠনের সদস্য সংগ্রহের কাজ করে। তাদের জঙ্গীবাদে উদ্বুদ্ধ করে। বিভিন্ন সময় বক্তব্য, অডিও, ভিডিও এবং জিহাদী পোস্ট শেয়ার করার মাধ্যমে সংগঠনের কর্মীদের জিহাদে উদ্বুদ্ধ করত। মুহিব জসিম উদ্দিন রহমানীর বিভিন্ন বক্তৃৃতা, আফগানিস্তানে হাফেজ হত্যা প্রভৃতি ভিডিওসমূহ ইন্টারনেটে শেয়ার করত। কামাল ও সিফাত বোমা তৈরিতে পারদর্শী।
×