ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাপানী নারীর চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৩:৫৮, ২৫ মে ২০১৮

জাপানী নারীর চ্যালেঞ্জ

জাপান সরকার সাধারণত নিম্নদক্ষ শ্রমিকদের ভিসা দেয় না। তবে দেশটিতে এমন প্রচুর বিদেশী শ্রমিক রয়েছে যারা সুপারশপে, নির্মাণশিল্পে বা পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে। তারা স্টুডেন্ট ভিসায় সেদেশে যায়। সরকারের এই নিয়ম চ্যালেঞ্জ করেছেন নারী শিল্পোদ্যক্তা মিসা মাতসুজাকি। তিনি চান এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটুক। এই উদ্দেশে তিনি একটি ওয়েবসাইট ও এ্যাপ তৈরি করেছেন। - কোয়ার্টজ নাফটা নিয়ে উদ্বেগ নাফটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রেলপথ সংস্থা ইউনিয়ন প্যাসিফিকের সিইও ল্যান্স ফ্রিৎস। মঙ্গলবার সিএনবিসির ‘ম্যাড মানি’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিদ্যমান নাফটা চুক্তিতে কানাডার সঙ্গে কয়েকটি ধারা সংশোধনের কাজ দ্রুত করা উচিত। অন্যথায় পুরো চুক্তিটিই অকার্যকর হয়ে পড়তে পারে।’ উল্লেখ্য, ইউনিয়ন প্যাসিফিক কানাডা ও মেক্সিকোতেও রেলপথ পরিচালনা করে থাকে। এ মাসের মধ্যেই নতুন চুক্তি হতে পারে। -সিএনবিসি।
×