ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজের মৃত্যুর গুজব উড়িয়ে দিল রাজপরিবার

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ মে ২০১৮

সৌদি যুবরাজের মৃত্যুর গুজব উড়িয়ে দিল রাজপরিবার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মারা যাননি বলে দাবি করেছে রাজপরিবার। মন্ত্রিসভার এক বৈঠকে তার উপস্থিতির ছবি প্রকাশ করে বলা হয়েছে বুধবার তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইরান ও রাশিয়ার গণমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানোর পর রাজপরিবার এ ছবি প্রকাশ করে। জিও নিউজ। ২১ এপ্রিল থেকে মিডিয়া অনুপস্থিত বিন সালমান। ওই দিন প্রাসাদে গোলাগুলির শব্দ শোনা যায়। ধারণা করা হয়, তিনি সে ঘটনায় আহত বা নিহত হয়ে থাকতে পারেন। ইরানি মিডিয়া দাবি করে, সৌদি আরবে বিন সালমানের বিরুদ্ধে একটি অভ্যুত্থান চেষ্টা সংঘটিত হয়েছে। সে বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় রাজপ্রাসাদের বাইরে ওই দিন ব্যাপক গোলাগুলি হয়। সৌদি সরকারী ভাষ্যে দাবি করা হয়েছিল প্রাসাদের কাছে ওড়া একটি খেলনা ড্রোনকে নিরাপত্তাকর্মীরা ভূপাতিত করে। বিন সালমান গত বছর ২১ জুন ক্রাউনপ্রিন্স হন। এরপর অক্টোবর থেকেই তার পরামর্শক্রমে দেশটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেফতার অভিযানে নামে সৌদি প্রশাসন। বেশ কয়েকজন রাজ পরিবারের সদস্যসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও সরকারী কর্মকর্তাসহ ৩৮১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। তাদের বিরুদ্ধে ৫৬টি মামলা চলমান রয়েছে।
×