ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে হিজাব পরা শিক্ষার্থীকে নিয়ে গণমাধ্যমে ঝড়

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ মে ২০১৮

ফ্রান্সে হিজাব পরা শিক্ষার্থীকে নিয়ে গণমাধ্যমে ঝড়

ফ্রান্সের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট মরিয়ম পোগেতোঁ তার দেশের এক মন্ত্রীর নিন্দার সম্মুখীন হয়েছেন। সেই মন্ত্রী বলেছেন, তার মাথার স্কার্ফ খুবই জঘন্য ও সেটি ইসলামের রাজনীতিকরণকে প্রকাশ করে। মন্ত্রীর সেই নিন্দার জন্য তিনি এখন গণমাধ্যমের কেন্দ্রে পরিণত হয়েছেন। আলজাজিরা। মরিয়ম শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে স্বাক্ষাতকার দেন। সে সময় তার মাথায় হিজাব পরা ছিল। ছাত্র বিক্ষোভটি এ বছরের এপ্রিল মাস থেকে চলছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের চতুর্থ সরবোন ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে তিনি বিক্ষোভের ডাক দিলে শিক্ষার্থীরা বিক্ষোভে জড়ো হয়। স্বাক্ষাতকার দেয়ার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারাদ কোলোম্ব মরিয়মের সমালোচনা করেন। সমতামন্ত্রী মারলেন স্কিয়াপাও মরিয়মের হিজাব নিয়ে কথা বলেন। বাজফিডকে দেয়া এক স্বাক্ষাতকারে মরিয়ম বলেন, কোন রাজনৈতিক কাজে তার হিজাব কাজ করে না।
×