ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুশ হ্যাকিং ॥ ইন্টারনেট ডোমেইন জব্দ করল মার্কিন বিচার বিভাগ

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ মে ২০১৮

রুশ হ্যাকিং ॥ ইন্টারনেট ডোমেইন জব্দ করল মার্কিন বিচার বিভাগ

মার্কিন বিচার বিভাগ বুধবার জানিয়েছে, রুশ গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ত হ্যাকারদের নিয়ন্ত্রিত এমন একটি ইন্টারনেট ডোমেইন তারা ইতোমধ্যে জব্দ করেছে, যেখান থেকে অন্তত ৫ লাখ ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে বাসা-বাড়ি ও অফিসে ইন্টারনেট সংযুক্ত করা হয়েছে। বিচার বিভাগ জানায়, ভিপিএনফিল্টার নামে বটনেটটি একটি হ্যাকিং গ্রুপ নিয়ন্ত্রণ করত। তারা এপিটি-২৮, পন টগপম, স্যান্ডওয়াম, ফেন্সি বিয়ার ও সোফেসি গ্রুপ নামেও পরিচিত। গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ, তারা বিদ্যুত বিভাগ, নিরাপত্তা ও ইউরোপের সহযোগী প্রতিষ্ঠানসমূহ, বিশ্ব মাদকবিরোধী সংগঠনের মতো গুরুত্বপূর্ণ সরকারী ও শিল্প প্রতিষ্ঠানে সাইবার হামলার সঙ্গে জড়িত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তারা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাটিক পার্টির তথ্য হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত ছিল সে বিষয়টি এখন খতিয়ে দেখার চেষ্টা করছে এবং ইউক্রেনে একটি কম্পিউটার নেটওয়ার্কের ক্ষয়ক্ষতির বিষয়ে খতিয়ে দেখছে। বিচার বিভাগ জানায়, সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত সোপেসি গ্রুপটি সাইবার গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত রয়েছে। ২০০৭ সাল থেকে গ্রুপটি সরকার, সেনাবহিনী, নিরাপত্তা প্রতিষ্ঠান ও বিভিন্ন গোয়েন্দা সূত্রগুলোকে বিভিন্নভাবে লক্ষ্য (টার্গেট) করে আসছে। তবে বিচার বিভাগের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা বলেনি। বরং গ্রুপটির সঙ্গে অতীতে রাশিয়ার জিআরইউ সেনা গোয়েন্দা সংস্থার ও বেশ কিছু বেসরকারী কম্পিউটার নিরাপত্তা গ্রুপের এ ধরনের কাজে সম্পৃক্তা রয়েছে এটি বলা হয়। বুধবার বিভাগটি আরও জানায়, এফবিআই কর্তৃপক্ষকে ওই কম্পিউটার ডোমেনই জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে, যেটি ভিপিনেফিল্টার বটনেট পরিচালনা পদ্ধতির অংশ হিসেবে কাজ করত। -এএফপি ও এবিসি
×