ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শূটিংয়ের আড়ালে ইয়াবা

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ মে ২০১৮

শূটিংয়ের আড়ালে ইয়াবা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ এক লাখ আট হাজার ইয়াবাসহ কক্সবাজারে শূটিং করতে আসা সরকার প্রোডাকশন হাউস নামে একটি শূটিং টিমের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে শহরের কলাতলী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছে সরকার প্রোডাকশন হাউস নামে ওই শূটিং টিমের প্রধান আসলাম সরকার, তার ড্রাইভার মাসুদ রানা এবং শূটিং টিমের আরও আট সদস্য। এ ব্যাপারে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, রাজশাহী ভিত্তিক মিউজিক ভিডিও নির্মাণ সংস্থা সরকার প্রোডাকশন হাউসের শূটিং টিমের ১০জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। গাড়ি চাপায় প্রাণ গেল গন্ধগোকুলের স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ গাড়ি চাপায় একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ভোরে ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই গন্ধগোকুলটি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে মাটিচাপা দিয়েছে বন বিভাগের লোকজন। গন্ধগোকুলটি কোন বিরল প্রজাতির নয়। লোকালয়ে প্রায়ই এটিকে দেখা যায়। স্থানীয়ভাবে প্রাণিটিকে খাটাশ বলা হয়। এর ইংরেজী নাম সিভিট। এটি ক্যাটস্ আই প্রজাতির হওয়ায় চোখের ওপর আলো পড়লে দেখতে পায় না।
×