ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবির শাটল ট্রেন অবরোধ ॥ নেপথ্যে চাকরির দাবি

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ মে ২০১৮

চবির শাটল ট্রেন অবরোধ ॥ নেপথ্যে চাকরির দাবি

চবি সংবাদদাতা ॥ সেশনজট নিরসন, প্রশাসন থেকে জামায়াত-শিবিরপন্থীদের অপসারণ, মাদক নিষিদ্ধকরণসহ ৮ দফা দাবিতে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করেছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ’ নামের একটি সংগঠন। তবে এই আন্দোলনকে ৩১ মে আসন্ন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে প্রশাসনকে চাপে ফেলার কৌশল হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নেতাদের ব্যক্তিগত দাবি-দাওয়া আদায় করতেই রমজান মাসে এ আকস্মিক অবরোধের ডাক দেয়া হয়েছে বলে অভিমত প্রশাসনের। কেননা, উপাচার্যের কাছে নির্দিষ্ট কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়ার জন্য একটি তালিকা দেয়া হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী। তিনি বলেন, উপাচার্য আমাকে জানিয়েছেন, রাকিব হোসাইন (২০০৪-৫ সেশন) নামের সাবেক এক ছাত্রলীগ নেতা এসে তার বোন রেজওয়ানা বেনজির বন্যাসহ ১৩ জনের একটি তালিকা দিয়ে তাদেরকে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে। শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা এই তিনটি পদে নিয়োগ দেয়ার দাবি করে তারা। দাবি না মানলে ক্যাম্পাস অচল করে দেয়ার হুমকিও দেয়।
×