ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়কের ওজন স্কেল তুলে না দিলে যান চলাচল বন্ধের হুমকি

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ মে ২০১৮

সড়কের ওজন স্কেল তুলে না দিলে যান চলাচল বন্ধের হুমকি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের দারোগারহাট এলাকায় স্থাপিত ওজন স্কেলে যানবাহনগুলোর হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তঃজেলা মালামাল পরিবহণ সংস্থা ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং চট্টগ্রাম ট্রান্সপোর্ট ব্যবসায়ী মালিক সমিতি। এই হয়রানি বন্ধ না হলে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন সমিতির নেতৃবৃন্দ। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যৌথ সমিতির আহ্বায়ক মোঃ নুরুল আবসার। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়া দেশের অন্য কোথাও এ ধরনের ওজন মাপার স্কেল নেই। এতে করে শুধুমাত্র এখানকার যানবাহনগুলোই হয়রানির শিকার হচ্ছে। এই স্কেলকে হয়রানি এবং চট্টগ্রাম বন্দর ধংসের স্কেল হিসেবে উল্লেখ করে তারা বলেন, চাঁদাবাজি ছাড়াও প্রতিদিনই সড়কে মাইলের পর মাইল দীর্ঘ যানজট হচ্ছে। এতে করে জনভোগান্তি যেমন বাড়ছে তেমনিভাবে সময়ক্ষেপণ এবং অতিরিক্ত অর্থ ব্যয়ে পণ্যের মূল্যও বৃদ্ধি পাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, বন্দরের টোল রোডে প্রতিদিন ১০ হাজার পণ্যবোঝাই গাড়ি থেকে অন্তত ৫ লাখ টাকা চাঁদা আদায় হচ্ছে। এর একটি অংশ যাচ্ছে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা এবং সুবিধাবাদী নেতাদের পকেটে।
×