ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের আগে মক্কায় পোগবা

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ মে ২০১৮

বিশ্বকাপের আগে মক্কায় পোগবা

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলে মিশন শুরুর আগে পুণ্যভূমি পবিত্র মক্কা নগরীতে গেছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবা। সেখান থেকে একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। বিশ্বকাপের আগে পবিত্র কাবা শরিফ জিয়ারতের উদ্দেশ্যেই মক্কা গেছেন ফরাসী সুপারস্টার। নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে ২৫ বছর বয়সী পোগবা লিখেছেন, ‘নিজের আমল ঠিক রাখার জন্যই মানুষ এখানে আসেন। এটি একটি সুন্দর জায়গা। সুন্দর সুন্দর সুন্দর... আর এর অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না।’ পবিত্র কাবা শরিফকে সামনে নিয়ে ভিডিওটি ধারণ করেছেন পোগবা। যেটিকে কেবলা করে মুসলমানরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়েন। মস্কোগামী ফরাসী ফুটবল দলের গুরুত্বপূর্ণ এই সদস্য গত বছরও পবিত্র রমজান মাসে কাবা জিয়ারতে মক্কা গিয়েছিলেন।
×