ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেশার জগতে সর্বশেষ যুক্ত হয়েছে ভারতীয় ইঞ্জেকশন কুপিজেসিক্স

প্রকাশিত: ০৬:১০, ২৪ মে ২০১৮

নেশার জগতে সর্বশেষ যুক্ত হয়েছে ভারতীয় ইঞ্জেকশন কুপিজেসিক্স

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় নেশার জগতে সর্বশেষ যুক্ত হয়েছে ভারতীয় ইঞ্জেকশন কুপিজেসিক্স। ভয়ঙ্কর এই মাদকদ্রব্যের চালান ধরা পড়েছে ঢাকায়। বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে চালানো এক অভিযানে ধরা পড়ে এই চালানটি। এতে ১ হাজার ইঞ্জেকশনের সন্ধান মিলেছে। তিনি জানান, প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকে ১ শ কুপিজেসিক্সসহ আটক করা হয় রিপন মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় টঙ্গীর ব্যাংক মাঠ কলোনির একটি পরিত্যক্ত বাড়িতে বড় চালান মজুদ করা আছে। মাদক টিম তাকে নিয়ে সেখানে গিয়ে ওই ঘর থেকে উদ্বার করে আরও ৯ শতাধিক কুপিজেসিক্স। কামরুল ইসলাম জানান, এখান থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো এই মরণ নেশা। মূলত ঢাকা মেডিক্যাল, সচিবালয় গেট, চানখারপুল ও নিমতলী এলাকাতেই বিক্রি করা হয় খুচরা। রিপন অনেক দিন ধরেই রাজশাহীর গোদাগাড়ি সীমান্ত দিয়ে চোরাই পথে এ ধরনের চালান এনে টঙ্গীতে মজুদ করতো।
×