ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণের এক মাস পর দুই শিশুকে জীবিত উদ্ধার করেছে পিবিআই

প্রকাশিত: ০৬:০৯, ২৪ মে ২০১৮

অপহরণের এক মাস পর দুই শিশুকে জীবিত উদ্ধার করেছে পিবিআই

স্টাফ রিপোর্টার ॥ অপহরণের প্রায় এক মাস পর দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো ইউনিট। পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, অভিযানটি চালাতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। কারণ অপহৃত শিশুদের হত্যা করাও বিচিত্র ছিল না। সফল অভিযান চালানোর জন্য তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। গত ২২ মে পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বশির আহমেদের নেতৃত্বে ঢাকা জেলার দোহারের নারায়ণপুরে অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত শিশু শারিয়া ইসলাম ওরফে হিমু (৯) ও তার ভাই হিসাম আহম্মেদকে (৪) জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত দুই শিশুর পিতার নাম হেলাল আহম্মেদ। বাড়ি ঢাকা জেলার দোহার থানাধীন নারায়ণপুরে। পরিবারটি ঢাকার কদমতলী থানাধীন ধোলাইপাড় সড়াই মসজিদের পার্শ্বে রাজ্জাকের বাড়িতে ভাড়ায় বসবাস করে।
×