ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে রোবট পানি সরবরাহ করে

প্রকাশিত: ০৪:১৫, ২৪ মে ২০১৮

যে রোবট পানি সরবরাহ করে

ভারতের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের জন্য রোবট ব্যবহার করা হচ্ছে যা ইউনিভার্সিটি অব গ্লাসগো এবং অমৃতা ইউনিভার্সিটির গবেষণার অংশ। গ্রামের মানুষ প্রযুক্তিকে কীভাবে গ্রহণ করে তা দেখাই এই গবেষণার অংশ। কাস্টমাইজড এই রোবটটি গ্রামের মানুষের ভাষায় কথা বলে তাদের নির্দেশনা দেয়। গ্রামের প্রথা অনুযায়ী নারীরা সাধারণত পানি আনা-নেয়ার কাজ করে। -বিবিসি কথা রাখেনি হেডফোন মার্কিন টেক জায়ান্ট এ্যাপলের পাওয়ারবিটস হেডফোনের বিরুদ্ধে রুল জারি করেছে এক মার্কিন আদালত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাতজন গ্রাহক দাবি করেন, এ্যাপলের বিজ্ঞাপনের মতো এই হেডফোনে ততক্ষণ চার্জ থাকে না। সেই সঙ্গে এই হেডফোন এ্যাপলের বিজ্ঞাপনে করা দাবির মতো পানি বা ঘামনিরোধী নয় বলেও অভিযোগ তাদের। -ইয়াহু নিউজ
×