ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ব্র্যান্ড ফুটপ্রিন্ট ২০১৮’ প্রকাশ

বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড ইস্পাহানি

প্রকাশিত: ০৪:১২, ২৪ মে ২০১৮

বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড ইস্পাহানি

ধারাবাহিক ভোক্তা পানেলের মাধ্যমে ভোক্তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে স্পেন ভিত্তিক প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ড প্যানেল পরিচালিত এক গবেষণার ফল অনুযায়ী এবারও বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড ইস্পাহানি। কান্তার ওয়ার্ল্ড প্যানেল এবারের ‘ব্র্যান্ড ফুটপ্রিন্ট ২০১৮’ প্রকাশ করেছে ১৬ মে, ২০১৮ তারিখে। ব্র্যান্ড ফুটপ্রিন্টের উক্ত র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বেভারেজ ক্যাটাগরিতে ইস্পাহানিই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ড। এ ক্যাটাগরিতে অন্যান্য সেরা ব্র্যান্ডের মধ্যে রয়েছে সেভেন আপ, কোকাকোলা ও ব্রুক বন্ড। গুণে-মানে ও গ্রাহক সন্তুষ্টিতে সেরা হওয়ায় বাংলাদেশের কোম্পানি হিসেবে ইস্পাহানি গর্বিত। বছরের পর বছর আমরা গ্রাহককে সতেজ, সুগন্ধযুক্ত এবং সেরা স্বাদের চা সরবরাহ করে যাচ্ছি এবং সেই ধারা বজায় রাখতে আমরা নিয়োজিত। -বিজ্ঞপ্তি এসবিএসি ব্যাংকে নতুন দুই ডিএমডি পদোন্নতি পেয়ে সাউথ বাংলা এ্যাগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মোহাম্মদ সেলিম চৌধুরী ও মোঃ মামুনুর রশিদ মোল্লা। এর আগে তারা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ সেলিম চৌধুরী ॥ মোহাম্মদ সেলিম চৌধুরী ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। এসবিএসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন। মোঃ মামুনুর রশিদ মোল্লা ॥ মোঃ মামুনুর রশিদ মোল্লা এসবিএসি ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে কর্মরত আছেন। -বিজ্ঞপ্তি
×