ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাংক এশিয়ার বোনাস বিওতে জমা

প্রকাশিত: ০৪:০৬, ২৪ মে ২০১৮

ব্যাংক এশিয়ার বোনাস বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসেবে জমা হয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ব্যাংক এশিয়া সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার অর্থমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা বিড়ি শিল্প মালিকদের প্রতি হাজার বিড়িতে প্রায় ১৮ গুণ শুল্ক কমানোসহ বিড়িকে কুটিরশিল্প ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি। সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে এ দাবি উত্থাপন করেন সমিতির সভাপতি বিজয় কৃষ্ণ দে। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টাম লীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সমন্বয়কারী আলী সাদাত খান উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×