ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ০৪:০৫, ২৪ মে ২০১৮

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র

রাশিয়ার প্রোজেক্ট ৯৫৫ বোরেই-শ্রেণীর কৌশলগত পারমাণবিক সাবমেরিন ইউরি দোলগেরুকি থেকে পরীক্ষামূলক চারটি মিসাইল পরীক্ষা করা হয়েছে। মিসাইলগুলো হোয়াইট সী এলাকায় রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপের কুরা রেঞ্জের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইউরি দোলগেরুকি সাবমেরিনের ওজন ২৪ হাজার টন। লম্বা প্রায় ১৬০ মিটার ও ১৩ মিটার চওড়া –সিনহুয়া গবেষকের দশ বছরের জেল মিসরের এক সামরিক আদালত সিনাই উপদ্বীপের ইসমাইল আলেকজান্দ্রানিকে দশ বছরের জেল দিয়েছে। তিনি একজন খ্যাতনামা সাংবাদিক ও জিহাদী আন্দোলন বিশেষজ্ঞ ছিলেন। সামরিক বাহিনীর গোপন সংবাদ প্রকাশ ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে এ দ- দেয়া হয়। তার বিরুদ্ধে তথ্য পাচারেরও অভিযোগ রয়েছে। যা তিনি গণমাধ্যম সাক্ষাতকারে ও তার লেখা বিভিন্ন নিবন্ধে প্রকাশ করেছেন। অভিযোগ এসব তথ্য দেশের জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে পারে –এএফপি
×