ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খ্যাতনামা মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রোথ মারা গেছেন

প্রকাশিত: ০৪:০৪, ২৪ মে ২০১৮

খ্যাতনামা মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রোথ মারা গেছেন

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমেরিকান সাহিত্যের প্রভাবশালী ঔপন্যাসিক ফিলিপ রোথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কার ম্যাগাজিন ও নিউইয়র্ক টাইমস প্রথম ফিলিপ রোথের মৃত্যুর খবর দেয়। তারা জানায়, ফিলিপ রোথ মারা গেছেন। পরে রোথের সাহিত্যিক এজেন্ট এ্যান্ড্রু ওয়াইলি তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি আরও জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোথ মারা গেছেন। ১৯৯৮ সালে তিনি ‘আমেরিকান প্যাস্টোরাল’ উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন। রোথের বন্ধু জুডিধ থ্রুম্যান জানান, আমি তার মৃত্যুতে শোকাহত। আমি স্তব্ধ ও বাকরুদ্ধ। তিনি একজন সত্যবাদী। তিনি একজন অসাধারণ রচনাবিদ ও সমালোচক। ইহুদী-আমেরিকান অভিজ্ঞতাসম্পন্ন রচনাবলীর জন্য তিনি সুপরিচিত ছিলেন। তার প্রথম সাফল্য আসে ১৯৬৯ সালের ‘পোর্টনয়স কমপ্লেইন্ট’ উপন্যাসের জন্য।
×