ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ভুয়া বিএ পরীক্ষার্থীর কারাদন্ড

প্রকাশিত: ০২:৫৩, ২৩ মে ২০১৮

গোপালগঞ্জে ভুয়া বিএ পরীক্ষার্থীর কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে বিএ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে জয়দেব শিকদার (২২) নামে এক যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলার মুকসুদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন শাহিন এই রায় দেন। মুকসুদপুরের সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন শাহিন জানান, মঙ্গলবার সকালে মুকসুদপুর কেন্দ্রে বিএ (পাস) ১ম বর্ষের সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় মুকসুদপুর উপজেলার ইন্দুহাটি গ্রামের গুরুপদ শিকদারের ছেলে রবিন শিকদারের পরিবর্তে একই গ্রামের সুকুমার শিকদারের ছেলে জয়দেব শিকদার পরীক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে সে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে জয়দেব শিকদারকে অভিযুক্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
×