ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা রোধে সভা

প্রকাশিত: ০৭:২০, ২৩ মে ২০১৮

সড়ক দুর্ঘটনা রোধে সভা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ মে ॥ সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার সকালে শহরের যুব উন্নয়ন অধিদফতরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের নিয়ে এই সচেতনতা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এডিসি (সার্বিক) উপ-সচিব তরফদার আক্তার জামীল। বিআরটিএর সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর তানিয়া জামান, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইফুল কবীর, প্রশিক্ষণার্থী সাইদুর রহমান প্রমুখ। ঢেউটিন বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বিভিন্ন সময় অগ্নিসংযোগ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ টিন বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ। ৬৪ পরিবারের মাঝে ১০৭ বান ঢেউটিন ও ৩ লাখ ২১ হাজার টাকা দেয়া হয়।
×