ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দাইলে ৮০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: ০৭:২০, ২৩ মে ২০১৮

নান্দাইলে ৮০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২২ মে ॥ বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের ৮০ দিন পর মায়ের লাশ ফেরত পেল ছেলে। মঙ্গলবার আদালতের নির্দেশে নান্দাইল থানা পুলিশ এই লাশ উত্তোলন করে। এর আগে গত ৩ মার্চ উপজেলার পাছদরিল্লা গ্রামের দুল্লি বিল থেকে অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের পর নান্দাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল হান্নানের জমিতে নারীর লাশ দাফন করা হয়। এভাবে ২২ দিন কেটে যায়। পরে নানা সূত্র থেকে খবর পেয়ে গত ২৫ মার্চ নিহত নারীর এক পুত্র সাইফুল ইসলাম (৩৮) নান্দাইল মডেল থানায় রক্ষিত নারীর ছবি দেখে লাশটি তার মা খুর্শেদা আক্তারের (৫৫) বলে শনাক্ত করেন। জানা যায়, ওই নারী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইন্দাচুল্লী গ্রামের মৃত লাল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ সদর থানার যশোদল ইউনয়নের শহীদনগর গ্রামে। ওই নারীর চার পুত্র হচ্ছেন, মতি মিয়া, সাইফুল ইসলাম, আজগর আলী ও আজিজুল। এ ঘটনায় ৮০ দিন পর চার পুত্র মিলে মঙ্গলবার মায়ের লাশ কবর থেকে উত্তোলন করে নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহমুদা আক্তার ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ লিটন। যশোরে মাদকসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বার আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে কোতোয়ালি পুলিশ মাগুরার এক ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে ইয়াবা ও হেরোইনসহ আটক করেছে। আটককৃতরা হলো মাগুরার মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল মোল্লা। পুলিশের বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার সকালে তাদের শহরের আরএন রোড এলাকা থেকে আটক করা হয় বলে এসআই মাহমুদ জানিয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ইয়াবা ও ১শ’ গ্রাম হেরোইন। পুলিশ জানায়, আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
×