ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভৈরবে কারখানার বর্জ্যে মাছে মড়ক

প্রকাশিত: ০৭:১৮, ২৩ মে ২০১৮

ভৈরবে কারখানার বর্জ্যে মাছে মড়ক

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২২ মে ॥ মঙ্গলবার বিকেলে ভৈরব পৌর এলাকার নিউ টাউনে একটি পুকুরের ২ লাখ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পুকুরের পাশের একটি সিলিকেট কারখানার বিষাক্ত বর্জ্যরে পানি পুকুরে প্রবেশ করে মাছ মরেছে বলে পুকুরের মালিক জাকির হোসেন ভুট্টো অভিযোগ করেন। মাছ মরে যাওয়ায় তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুট্টো জানান। জানা গেছে, ভৈরবপুর উত্তর পাড়া নিউ টাউন এলাকায় জাকির হোসেন ভুট্টো পুকুরে প্রতি বছর মাছের চাষ করেন। পুকুরের পাশেই রয়েছে একটি সিলিকেট কারখানা। কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় এর বিষাক্ত বর্জ্যপানি অপসারণে তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। গত কয়েক দিনের টানা বর্ষণে কারখানার বর্জ্য রাখার গর্তটি ভরে তা পার্শ্ববর্তী পুকুরে প্রবেশ করে। তে পুকুরের চার মাস বয়সী পোনা মাছ ভেসে উঠে। এলাকাবাসী সিলিকেট কারখানাটি আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করে আসছিল দীর্ঘ দিন ধরে। তবে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ আজ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনের কুখ্যাত জলদস্যু, বনদস্যু ও ডাকাত বাহিনীর প্রধানসহ কয়েকটি বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ র‌্যাব-৬ খুলনার সদর দফতরে আজ বুধবার আত্মসমর্পণ করবে। র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আত্মসমর্পণ করতে রাজি হওয়া বাহিনীগুলো হলো, রাজন ওরফে দাদা ভাই, আমিরুল, হান্নান, সূর্য, ছোট শামসু ও মুন্না বাহিনী। র‌্যাব কর্মকর্তা বলেন, বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর লবণচরায় র‌্যাব-৬ খুলনার কার্যালয়ে আত্মসমর্পণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। জাটকা নিধনের দায়ে ১৫ মৎস্যজীবীর দ- নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২২ মে ॥ পিরোজপুরের নেছারাবাদে জাটকা নিধনের অপরাধে ১৫ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন জেলেদের ওই দণ্ড প্রদান করেন।
×