ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপহৃত জামাই-শ্বশুর উদ্ধার ॥ পাঁচজনকে গণধোলাই

প্রকাশিত: ০৭:১৬, ২৩ মে ২০১৮

অপহৃত জামাই-শ্বশুর উদ্ধার ॥ পাঁচজনকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নারায়ণগঞ্জের ব্যবসায়ী জামাই শ্বশুরকে অপহরণের পরদিন মঙ্গলবার কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয়রা এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ অপহরণের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো- সজিব হোসেন, প্রাইভেটকার চালক আল-আমিন, তালিম হোসেন, নিরব হোসেন এবং রাজু আহমেদ। কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাইফুল ইসলাম, এলাকাবাসী ও অপহৃতরা জানায়, একটি কারখানায় কাজের কন্ট্রাক্ট পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা হতে স্থানীয় নির্মাণ ঠিকাদার রমজান সরদার ও তার জামাতা সম্র্রাট মিয়াকে ঢাকার মিরপুরে নিয়ে আনে কয়েক ব্যক্তি। রমজান ও সম্র্রাট ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা কৌশলে ওই দু’জনকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতদের মিরপুরের একটি গ্যারেজে রাত পর্যন্ত আটকে রাখে এবং স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় দুর্বৃত্তরা ডাচ-বাংলা ব্যাংকের ৪টি চেকে অপহৃতদের স্বাক্ষর করিয়ে নেয়। পরদিন মঙ্গলবার ভোরে অপহৃত শ্বশুর রমজানকে একটি প্রাইভেটকারে এবং জামাতা সম্র্রাটকে মোটরসাইকেলে তুলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। তারা মাঝুখান বাজারে পৌঁছলে সম্র্রাট চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সম্র্রাটকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে স্থানীয় আমতলা এলাকা থেকে অপর অপহৃত রমজানকে প্রাইভেটকার হতে উদ্ধার করা হয়।
×