ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে যুবক ও গৃহবধূ খুন

প্রকাশিত: ০৭:১৪, ২৩ মে ২০১৮

রাজশাহীতে যুবক ও গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রশান্ত কুমার ঘোষ (২২) নামে এক যুবক, তানোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করে স্বামী। এ সময় প্রশান্তের সঙ্গে থাকা শাকিল নামে আরও এক যুবক আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রশান্ত কুমার ঘোষ নগরীর ভেড়িপাড়া এলাকার স্বপন কুমার ঘোষের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার। প্রশান্ত পুলিশের ভাড়ার টহল গাড়ি (হিউম্যান হলার) চালাতেন। স্থানীয়রা জানান, প্রশান্ত ও শাকিল মিলে পুলিশ লাইন হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চার থেকে পাঁচ জন মিলে প্রশান্তের উপর হামলা করে। হামলাকারীরা প্রথমে প্রশান্তকে মারপিট করে ও পরে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুত ছিল না। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে প্রশান্তের সঙ্গে থাকা শাকিলও হামলাকারীদের মারপিটে আহত হয়েছেন। তাকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের জোড়ানপুর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন স্বামী। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সুম্মাতন খাতুন (৩০)। তার স্বামীর নাম নিশার আলী (৩৫)। তাকে মঙ্গলবার সকালে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে পুলিশ তার স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, সুম্মাতনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মঙ্গলবার দুপুরে নিশারের বিরুদ্ধে তার শ্বশুর শুকুর আলী মামলা করেছেন। তার বাড়ি উপজেলার রাতৈল গ্রামে। ওসি রেজাউল ইসলাম আরও বলেন, কয়েক বছর আগে শুকুরের মেয়ে সুম্মাতনের সঙ্গে বিয়ে হয়েছিল নিশারের। একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে এই দম্পতির। কিন্তু নিশার আর সুম্মাতনের দাম্পত্য কলহ ছিল। এর জের ধরে সোমবার রাতে নিশার তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে কীটনাশক পান করে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়। এদিকে পুলিশী হেফাজতে রামেক হাসপাতালে নিশারের চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তাকে স্ত্রী হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান রাজশাহীর তানোর থানার এই পুলিশ কর্মকর্তা। নাটোরে দুই লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, নলডাঙ্গায় আসকান আলী (৪৬) ও বড়াইগ্রামে আলিফ হোসেন (২০) দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নলডাঙ্গার হলুদঘর ও মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার ভরতপুর বিলের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। আসকান আলী একই এলাকার মৃত আব্দুস শুকুর সরদারের ছেলে ও আলিফ উপজেলার আদগ্রামের ফয়েজউদ্দিনের ছেলে। সে লক্ষীকোল বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিল। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন খন্দকার জানান, রবিবার রাত থেকেই আসকান আলী নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। অন্যদিকে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, সকালে উপজেলার ভরতপুর বিলের একটি পুকুর পাড় থেকে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
×