ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী র‌্যালি

প্রকাশিত: ০৭:১৪, ২৩ মে ২০১৮

মাদকবিরোধী র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২২ মে ॥ ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এক কাতারে’ এ স্লোগানে নড়াইলে মাদকবিরোধী গণসচেনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ আয়োজনে বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল প্রেসক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দিন, নড়াইল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি হাসানুজ্জামান প্রমুখ। এনায়েতপুরে সন্ত্রাসবিরোধী সভা সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২২ মে ॥ এনায়েতপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদক, জুয়া সন্ত্রাস, বাল্যবিয়ে যৌন হয়রানি নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক চত্বরে থানার ওসি মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ার। এ সময় এনায়েতপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক অধ্যক্ষ বজলুর রশিদ, ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, রাজশাহী রেঞ্জের সিপিও এস আই আয়নাল হক, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম শামীম হক, থানার এস আই আনিছুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×