ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আর কত বয়স হলে ভাতা পাব রে কামাল?’

প্রকাশিত: ০৭:১৩, ২৩ মে ২০১৮

‘আর কত বয়স হলে ভাতা পাব রে কামাল?’

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ মে ॥ সখিনা বেগম, স্বামী মৃত সাকিম সরদার, মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের গুহপাড়া গ্রামে। এনআইডি অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৩২ সালের ১৫ জুলাই। সে মোতাবেক ২০১৮ অর্থাৎ চলতি বছর তার বয়স ৮৬ বছর। এই বৃদ্ধা গত ২০ বছর হলো প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারের দ্বারে দ্বারে ঘুরেও একটি বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড জোগাড় করতে পারেননি। তার এবং তার দিন মজুর ছেলের অনুনয়-বিনয় আজও শোনেনি কোন জনপ্রতিনিধি বা সমাজসেবা অফিসের কর্তা ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান একটি মহতি উদ্যোগ। এই ভাতার একজন দাবিদার বৃদ্ধা সখিনা বেগম। এটা শুধু দাবিই নয়; এটা তার প্রাপ্য। অথচ এ প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। মৃত্যুর আগে সখিনা বেগম কোন ভাতার আওতায় আসবেন কী না তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। সোমবার সকালে তিনি তার ছেলে কামাল সরদারকে প্রশ্ন করেছেন, ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব রে কামাল?’ মায়ের কথার উত্তর দিতে পারেনি ছেলে। তাই বৃদ্ধার ছেলে কামাল দিন মজুরি ফেলে রেখে শহরে ছুটে আসেন সাংবাদিকদের কাছে। তিনি এ ভাবেই জানালেন তার মায়ের আর্তির কথা।
×