ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশ হেফাজতে যুবক আহত ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:১২, ২৩ মে ২০১৮

পুলিশ হেফাজতে যুবক আহত ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ পুলিশের নির্যাতনে যুবক গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে এলকাবাসী। সদর থানা পুলিশের দাবি রাসেল নামের ওই যুবক পুলিশ হেফাজত থেকে পালানোর সময় ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়। তবে পরিবারের দাবি পুলিশ নির্যাতন করে তাকে ছাদ থেকে ফেলে দেয়। রবিবার রাতে শহরের সিটি সেন্টার মার্কেটের বিলাসবহুল বিপণি বিতান স্বপ্নলোকে চুরির ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন হিসেবে মার্কেটে অবস্থিত একটি শাহজালাল ইসলামী ব্যাংক বুথের নিরাপত্তা প্রহরী রাসেলসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বিকেলে আটক করে। সন্ধ্যায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সে গুরুতর আহত হয়। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এদিকে পুলিশী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে এলাকাবাসী। কয়েক শ’ নারী-পুরুষ এতে অংশ নেয়। পটিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২২ মে ॥ প্রাইভেটকার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আমিনুল ইসলামের পুত্র জুয়েল রানা, তার চাচাত ভাই রাশেদুলের পুত্র মোঃ হাবিব, নওগা জেলার মাহাদবপুর এলাকার আবদুস সাত্তারের পুত্র গাড়ি চালক সাইফুল ইসলাম ও গাজীপুরের সেকান্দর আলীর পুত্র শহীদুল ইসলাম। সোমবার রাত ২টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা থেকে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে এসব ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানায়, কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-৭৫৫৪) হাইওয়ে পুলিশের পটিয়া সীমানায় এলে গাড়ির গতিবিধি সন্দেহ হয়। পরে তাদের সিগনেল দিলে গাড়িটি থামান। পরে হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।
×