ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএমবির দুই জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৭:১২, ২৩ মে ২০১৮

জেএমবির দুই জঙ্গী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ মে ॥ গুরুদাসপুর থেকে আমীর হামজা ও গোলাম হোসেন নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আটককৃতরা হলো নলডাঙ্গা উপজেলার চাদপুর পূর্ব পাড়া গ্রামের আমীর হামজা ওরফে মানিক ও লালপুর উপজেলার শিবপুর থানপাড়া এলাকার গোলাম হোসেন ওরফে স্বাধীন। পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইন মামলার পলাতক আসামি জেএমবি সদস্য আমীর হামজা ও তার সহযোগী গোলাম হোসেন ওরফে স্বাধীন গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে ওই পুকুর পাড়ে একটি কলা বাগানে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একটি এটিএম কার্ড ও জিহাদি কথা শিরোনামের ১শটি লিফলেট এবং ইসলামের নৈতিক দৃষ্টিকোণ নামক চারটি চটি বই উদ্ধার করা হয়। আত্রাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ মে ॥ আত্রাইয়ে পানিতে পড়ে বায়জিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জামগ্রাম গ্রামে খালে পড়ে ওই শিশুর মৃত্যু ঘটে। নিহত শিশু বায়জিদ উপজেলার জামগ্রাম গ্রামের রফিকের ছেলে। জানা গেছে, বায়জিদের দাদি মঙ্গলবার সকালে বাদাম তুলতে বায়জিদকে নিয়ে বাদামের ক্ষেতে যায়। বাদাম তোলার এক পর্যায়ে শিশু বায়জিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাদাম ক্ষেতের পাশে থাকা খালের পানিতে শিশু বায়জিদকে ভাসতে দেখতে পেয়ে তারা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
×