ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের কাণ্ড

প্রকাশিত: ০৭:১২, ২৩ মে ২০১৮

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের কাণ্ড

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় মাদকাসক্ত ছেলে তার মা ও বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় বোন জামাইয়ের দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়। মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াদি এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় দুপুরে সজিব রানা (২৮) নামে ওই মাদকাসক্ত ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। মা রেহেনা বেগম জানান, তার ছেলে সজিব রানা দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। মাদকের টাকার জন্য প্রায়ই মা ও বাবা আক্তার হোসেনকে মারধর করে আসছে। অনেক সময় ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসব কারণে সজিব রানাকে শিকল দিয়ে বেঁধে রেখেও রক্ষা পাননি বাবা-মা। এ জন্য সজিব রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদ- দেয়া হয়। এখন জেল থেকে বের হয়ে ফের মাদক সেবন শুরু করে। এছাড়া স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের উত্যক্ত করে। এসবের প্রতিবাদ করায় ও মাদকের টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে মাদকাসক্ত সজিব রানা বঁটি দিয়ে মা রেহেনা বেগম ও বাবা আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা প্রাণে বেঁচে যায়। পরে মেয়ের জামাই আবু ছালেকের মুখের দাড়ি ছিঁড়ে ফেলে।
×