ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরের সেই ১৪ মাদক কারবারি কোথায়?

প্রকাশিত: ০৭:০৯, ২৩ মে ২০১৮

যশোরের সেই ১৪ মাদক কারবারি কোথায়?

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক বছর আগে শীর্ষ ১৪ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল যশোর জেলা পুলিশ। গত এক বছরে সেই শীর্ষ মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ছত্রছায়ায় অধিকাংশ শীর্ষ মাদক কারবারি বহাল তবিয়তে রয়েছে। গত তিন রাতে যশোরের ৭ মাদক কারবারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তবে তাদের কেউ পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক কারবারি নয়। পুলিশের মাদকবিরোধী অভিযানে বরাবরই শীর্ষ মাদক কারবারি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। যশোর অঞ্চলের মাদকের ডিলার হিসেবে পরিচিত শীর্ষ মাদক কারবারিদের অধিকাংশ গাঢাকা দিয়েছে। তবে পুলিশ বলছে, পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক কারবারিরা পলাতক রয়েছে। তাদের সন্ধানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, ২০১৭ সালের ২৪ মে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যশোরের শীর্ষ ১৪ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার আনিসুর রহমান। ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়। জেলা পুলিশ পুরস্কার ঘোষিত শীর্ষ ১৪ মাদক কারবারি হলেন, শহরের চাঁচড় রায়পাড়া এলাকার মৃত ওলিয়ার রহমানের মেয়ে বেবি খাতুন, একই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী রুমা বেগম, শংকরপুর এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে তারেক কাজী, চৌগাছার বড় কাবিলপুর গ্রামের সোনাই ম-লের ছেলে শফি মেম্বর, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের আবদুল গণির ছেলে কামরুল ও বুইকারা গ্রামের মৃত হাশেম আলীর মেয়ে লিপি বেগম, বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের কলুপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম, বারোপোতা গ্রামের মোনতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম। চৌগাছার ফুলসারা গ্রামের মৃত আবদুল হকের ছেলে আশরাফুল আলম, শার্শার কোটা পশ্চিমপাড়ার শের আলী দফাদারের ছেলে আনোয়ার হোসেন আনা, চৌগাছার বড়কাবিলপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ম-লের ছেলে ইসরাইল হোসেন নুনু, শার্শার কাশিপুর-গোপীনাথপুর গ্রামের মৃত জয়নালের ছেলে আশাদুল ইসলাম আশা, বেনাপোল পোর্টথানার নারায়ণপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে বাদশা মল্লিক ও রঘুনাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর। গত এক বছরেও ধরা পড়েনি শীর্ষক মাদক কারবারিরা । শীর্ষ মাদক কারবারিরা তৎপর থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাগালে পায়নি। সর্বশেষ গত তিনদিনে যশোর সদর ও অভয়নগরে ‘বন্দুকযুদ্ধে’ ৭ জন নিহত হয়েছে। জানতে চাইলে কোতায়ালি থানার ওসি এ কেএম আজমল হুদা বলেন, পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক কারবারিরা পলাতক রয়েছে। মাদকবিরোধী অভিযানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তৎপর আছে পুলিশ।
×