ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্টে টস বিলুপ্তি নিয়ে ভিন্ন মত

প্রকাশিত: ০৭:০৬, ২৩ মে ২০১৮

টেস্টে টস বিলুপ্তি নিয়ে ভিন্ন মত

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতে ঘরের মাটিতে বড় সব দেশও এখন নিজেদের মতো পিচ তৈরি করে থাকে। টেস্টে টস জিতলে স্বাগতিকদের জন্য তো পোয়া বারো। সাদা পোশাকের ক্রিকেটকে আরও স্পোর্টিং করতে তাই টস প্রথা বিলুপ্তির কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক্ষেত্রে সফরকারী দলই সিদ্ধান্ত নিতে পারবে। তবে টেস্টে টস বিলুপ্তি নিয়ে ভিন্নমত সাবেক গ্রেটদের মধ্যে। সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এমন উদ্যোগ সমর্থন করছেন না, ‘দেখা যাচ্ছে, হয় টস থাকবে, না হয় থাকবে না। ব্যক্তিগতভাবে আমি টস বিলুপ্তির পক্ষে নই।’ তবে এর ঠিক উল্টো মতও আছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাদ আবার টস বিলুপ্তির পক্ষে। মিয়াদাদ বলেন, ‘টসের বদলে নতুন পরীক্ষায় আমি কোন ক্ষতি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটে সবাইকে এটা সুবিধার কথা চিন্তা না করে মানসম্মত উইকেট তৈরির ক্ষেত্রে মনোযোগী হবে।’ এদিকে সৌরভের মতো টস বিলুপ্তির পক্ষে নন আরেক পাকিস্তানী ক্রিকেটার সেলিম মালিক। দেশটির সাবেক অধিনায়ক সেলিম মালিক টস তুলে দেয়ার একেবারে বিপক্ষে। টসকে ক্রিকেটের অন্যতম ঐতিহ্য মনে করেন তিনি। তার কথায়, ‘টস ক্রিকেটের একটি অবিচ্ছেদ্য ও ঐতিহ্যবাহী অংশ। টসের মাধ্যমে একজন অধিনায়কের জ্ঞানের বিচার করা সম্ভব। টসে নেয়া সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দেবে। তাহলে কেন টস উঠিয়ে দেয়া হবে।’ টেস্ট থেকে টস উঠে যেতে পারে। অন্তত এ রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মে মাসের ২৮ ও ২৯ তারিখ টেস্ট ক্রিকেট নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মুম্বাইয়ে বসতে যাচ্ছে আইসিসির ক্রিকেট কমিটির সভা। সেখান থেকেই টেস্ট থেকে টস উঠে যাওয়ার সিদ্ধান্তটি আসতে পারে। তবে তার আগেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। ক্রিকেটের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ থেকেই টস প্রথা চলে আসছে। ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট দিয়ে এর শুরু। সেই থেকে স্বাগতিক দলের অধিনায়ক কয়েন দিয়ে টস করেন। এখন কি হয়, সেটিই দেখার অপেক্ষা।
×