ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট, ওয়ানডেতে আলাদা কোচ!

প্রকাশিত: ০৭:০৫, ২৩ মে ২০১৮

টেস্ট, ওয়ানডেতে আলাদা কোচ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে এসেছেন। আবার চলেও গেছেন গ্যারি কারস্টেন। যাওয়ার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পরামর্শও দিয়ে গেছেন তিনি। জানিয়ে গেছেন, টেস্ট ও ওয়ানডেতে আলাদা কোচের কথাও। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই তা জানালেন। বলেছেন, ‘কারস্টেন মনে করেন সাদা বল এবং লাল বলের জন্য আমাদের আলাদা কোচ নিয়োগ দেয়া উচিত।’ সঙ্গে যোগ করেন, ‘টেস্টটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে ব্যাটিং কোচ নিয়োগ দেয়া উচিত। তবে অন্যভাবে হতে পারে। হেড কোচের আ-ারে আমাদের দুই/তিনজন ব্যাটিং পরামর্শক থাকতে পারে তিনটি ফরমেটের জন্য।’ খেলার বর্তমান যে ধরন। সেই ধরনের কথা চিন্তা করেই এমন পরামর্শ বলেও জানান বিসিবি সভাপতি, ‘খেলাগুলো যেভাবে এগোচ্ছে, একই মানসিকতা চলতে থাকলে হবে না। এখানে বিশেষায়িত বিষয়গুলো সামনে আনতে হবে। আজকে (মঙ্গলবার) কারস্টেন চলে যাবে। দেশে ফিরে আমাদের কোচ নিয়ে পুরোদমে কাজ শুরু করে দেবে। আরও কিছু কোচ আগ্রহ দেখিয়েছে। তাদের ইন্টারভিউ নেবে কারস্টেন।’ যাদের সঙ্গে এর মধ্যে কথা হয়েছে, সেই কোচরা নাকি টেস্টে দায়িত্ব নিতে চান না। তাই বলেছেন বিসিবি সভাপতি, ‘আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ টেস্টে কোচ হতে রাজি না।’ তবে ওয়ানডে ও টি২০তে কোচ হতে আগ্রহী, ‘তবে ওয়ানডে ও টি২০তে ফুলটাইম কোচ হিসেবে থাকতে রাজি।’ মানসিকতা পরিবর্তন হওয়া থেকেই কোচদের এমন সিদ্ধান্ত আসছে বলেই ধারণা বিসিবি সভাপতির, ‘টি২০ আসার পর ব্যাটসম্যানদের মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। এই কারণে কারস্টেন মনে করছেন সাদা বল এবং লাল বলের কোচ আলাদা হলে ভাল হয়। এটা ওরও ধারণা। এ বিষয়ে আমরাও আলাপ করেছি। আলাদা কোচ না নিলেও হয়তো হেড কোচের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ তিনজন ব্যাটিং কোচকে নিতে পারি কিনা। তারা তিন ফরমেটে তিনজন প্রধান কোচকে সাহায্য করবে। অবশ্য ওয়ানডে ও টি২০ একসঙ্গেও থাকতে পারে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই জাতীয় দলে কোচিং স্টাফের ঘাটতি পূরণ করা হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘যতদূর ধারণা আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে জাতীয় দলের ফুল সেটআপ পেয়ে যাব। ২৪-২৫ তারিখের দিকে ওয়েস্ট ইন্ডিজের দল যাবে। এটা হিসেব করে কারস্টেন আবার আসবে। আমাদের আশা ১৫ জুনের মধ্যে কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।’
×