ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌরভের ফেবারিট কলকাতা

প্রকাশিত: ০৭:০০, ২৩ মে ২০১৮

সৌরভের ফেবারিট কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ‘এলিমনিটের’ ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। ফরমেট অনুযায়ী এই ম্যাচে হারলেই বিদায়। আর জয়ী দল ‘কোয়ালিফায়ার-২’এ খেলার সুযোগ পাবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘কোয়ালিফায়ার-১’ এর (হায়দরাবাদ-চেন্নাই) হেরে যাওয়া দল। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফে উঠে আসে দীনেশ কার্তিকের কলকাতা। অন্যদিকে লীগপর্বের শেষদিনে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব হেরে যাওয়ায় চতুর্থ ও শেষ দল হিসেবে শেষ চারে অজিঙ্কা রাহানের রাজস্থান। কার্তিকরা ম্যাচটা খেলবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। কেমন হবে ঐতিহাসিক স্টেডিয়ামের কন্ডিশন? কলকাতার দাদাবাবু ও রাজ্য ক্রিকেটের অভিভাবক সৌরভ গাঙ্গুলী মনে করেন উইকেট হবে বাউন্সি। প্রিয় নাইটরাইডার্সই সাবেক ভারত অধিনায়কের ফেবারিট। সৌরভ বলেন, ‘উইকেটে বল সে রকম হয়তো ঘুরবে না। তবে খুবই ভাল একটি উইকেট। বল বাউন্স করার সম্ভাবনাই বেশি।’ রাহানেদের বিরুদ্ধে আজ কলকাতাকেই এগিয়ে রাখনে তিনি, ‘আমার মতে, কলকাতাই এগিয়ে। কিন্তু টি২০তে কোন কিছুই নির্দিষ্টভাবে বলা যায় না। যে কোন কিছু ঘটতে পারে। টি২০তে দুই ওভারের মধ্যে পরিস্থিতি বদলে যায়।’ এমনিতে দু’দলের বোলিং স্পিননির্ভর। কিন্তু উইকেটের বিবেচনায় বাউন্স সহায়ক পিচে কলকাতার প্রথম একাদশে ফিরিয়ে আনা হতে পারে শিবম মাভিকে। কেকেআর সূত্রে খবর, আঙ্গুলের চোট সারিয়ে তিনি এখন সুস্থ। সোমবার অনুশীলনে দীর্ঘক্ষণ বল করার পাশাপাশি হাল্কা ব্যাটও করেছেন ১৯ বছর বয়সী প্রতিভাবান এই ক্রিকেটার। রবিবার রাতে কলকাতায় ফেরার পরে আগের ম্যাচের প্রথম একাদশে থাকা অধিকাংশ ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলনে আসেননি। আগের ম্যাচের প্রথম একাদশ থেকে শুধু নীতিশ রানা ও শুভমন গিল উপস্থিত ছিলেন অনুশীলনে। দলের ব্যাটিং কোচ সাইমন কাটিচের সঙ্গে ঘণ্টাখানেক ধরে চলে শুভমনের পুল ও হুক শট মারার অনুশীলন। দ্রুতগতির পিচে পেসারকে মোকাবেলা করার জন্য এই দু’টি শটই হয়ে উঠবে যে কোন ব্যাটসম্যানের অস্ত্র। সেই অস্ত্রে শান দেয়ার জন্য শুভমনও লেগে পড়লেন শর্ট বল সামলানোর ক্লাসে। অন্যদিকে রাসেল, নারাইন, জ্যাভন সার্লসরা অনুশীলনে না আসলেও টিম হোটেলেই ‘রিকভারি সেশনে’ যোগ দিয়েছিলেন। ক্রিকেটারদের জন্য বিশেষ দু’টি পুল রয়েছে হোটেলে। যার একটি গরম পানির, অন্যটিতে বরফগলা ঠা-া। ঠা-া পুলে কিছুক্ষণ সময় কাটিয়েই উষ্ণ পানিতে নেমে পড়েছিলেন নাইট তারকারা। নাইটদের ‘রিকভারি সেশন’ শেষে ক্যারিবিয়ান তারকা জ্যাভন সার্লস ‘ফেসবুক লাইভে’ বলেন, ‘পুল থেকে বেরিয়ে অনেকটাই সুস্থবোধ করছি। পেশির ক্লান্তি কমানোর জন্যই এ ধরনের সেশন করা হয়। সত্যি শরীরটা অনেক হাল্কা লাগছে।’ নাইটদের প্লে-অফের অন্যতম ভরসা আরেক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের বক্তব্য, ‘রিকভারি সেশনের পরে মনে হচ্ছে পুরনো শক্তি আবার ফিরে পেয়েছি। কি অসাধারণ অনুভূতি। আমি যদিও ঠা-া জলেই বেশি সময় কাটালাম। সবাই নির্ভার হয়ে সেরাটা দিতে প্রস্তুত। দলের ভেতরের পরিবেশ দারুণ। সবাই জানে হারলেই বিদায়, ঘরের মাঠে সেরাটা দিতে মুখিয়ে আছি।’
×