ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে এবার চমক দেখাতে পারেন শারাপোভা!

প্রকাশিত: ০৭:০০, ২৩ মে ২০১৮

ফ্রেঞ্চ ওপেনে এবার চমক দেখাতে পারেন শারাপোভা!

স্পোর্টস রিপোর্টার ॥ সবেমাত্রই শেষ হয়েছে রোম ওপেন। ক্লে কোর্টের গ্র্যান্ডস্লাম আসর ফ্রেঞ্চ ওপেনের আগে এটিই শেষ প্রস্তুতি সবার। আর এই আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মারিয়া শারাপোভা। ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী সাবেক এ বিশ্বসেরা রোম ওপেনে সেমিফাইনালে ওঠার আগে মাদ্রিদেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। এ কারণে সাবেক এ ফরাসী ওপেন সম্রাজ্ঞীকে ফেবারিট হিসেবেই অনেকে বিবেচনা করছেন। হয়তো সুদিনে ফিরে আসছেন সুন্দরী মাশা। দীর্ঘদিন চিকিৎসার জন্য মেলডোনিয়াম গ্রহণ করেছেন। কিন্তু এক সময় এই দ্রব্যটি নিষিদ্ধ ড্রাগের তালিকায় উঠে আসে। তবে ওই সময়ও তা গ্রহণ করে সংবাদ সম্মেলনে স্বীকার করেন শারাপোভা। ফলশ্রুতিতে ১৫ মাস সবধরনের টেনিস থেকে নিষিদ্ধ হন তিনি। ফেরার পর থেকে নিজের সঙ্গে সংগ্রাম করছেন শারাপোভা। তবে এ বছরটা বেশ ভালই যাচ্ছে তার। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর এবার দ্বিতীয় গ্র্যান্ডস্লাম আসর তার জন্য। অংশ নেবেন নিজে সবচেয়ে দক্ষ যে কোর্টে সেই ক্লে কোর্টের ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনে। ক্যারিয়ারের ৫ গ্র্যান্ডস্লামের দুটিই জিতেছেন তিনি রোল্যাঁ গাঁরোতে। তবে গত বছর তাকে ওয়াইল্ড কার্ড দেয়া নিয়ে হয়েছে ব্যাপক বিতর্ক। শেষ পর্যন্ত আর অংশ নেয়া হয়নি তার। এরপর উইম্বলডন থেকে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন তিনি। শেষ পর্যন্ত ইউএস ওপেন দিয়ে গ্র্যান্ডস্লামে প্রত্যাবর্তন ঘটে তার। আর এবার ফ্রেঞ্চ ওপেনেরও আর কোন বাধা নেই। র‌্যাঙ্কিং অনুসারে এমনিতেই তিনি মূল ড্র’তেই ঢুকে যাবেন ফ্রেঞ্চ ওপেনের কোর্টে। মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিলেন মাশা। কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন যে দ্রুতই নিজের পুরনো ফর্মে ফিরে আসছেন। আর রোমে সেমিতে উঠে বিষয়টা আরও পাকাপোক্ত করেছেন। আগামী ৩১ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। এখন তিনি র‌্যাঙ্কিংয়ের সেরা ৩০-এ উঠে এসেছেন। রোম ওপেনের পর ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে এখন তার অবস্থান ২৯। অথচ ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে যখন ফিরেছিলেন ঠিক সে সময় তার র‌্যাঙ্কিং ছিল ১৭৩। শারাপোভা বলেন, ‘আমি যেভাবে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছি সেটা আমার পছন্দনীয়। আমি যেমন অনুভব করছি সেটাও ভাল লাগছে। এটা আমার একেবারে অন্তস্থলের অনুভূতি। যে মনোভাব নিয়ে আমি খেলি তাতে আমি খুবই সন্তুষ্ট। ফ্রেঞ্চ ওপেনে আমার অনেক ভাল ও বিস্ময়কর স্মৃতি আছে। পৃথিবীতে এমন কিছু নেই যা এটাকে প্রতিস্থাপন করতে পারে।’ নিষেধাজ্ঞার পর আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন শারাপোভা। ৩১ বছর বয়সী এ সুন্দরী স্বর্ণকেশীর সঙ্গে বিশ্বের বিখ্যান বাণিজ্য ও বিপণন প্রতিষ্ঠানগুলো স্পন্সরশিপ বাতিল করেছিল। তার আয় ধপ করে নেমে গিয়েছিল ৮ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এখন আবার সুদিন ফিরেছে তার। এখন তার আয় উঠে গেছে ২১.৯ মিলিয়ন মার্কিন ডলারে। শারাপোভাকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে বিভিন্ন টুর্নামেন্ট ওয়াইল্ড কার্ড দিলেও অনেকে বিরোধিতা করেছিলেন। সে সময় সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিলেন কানাডিয়ান তরুণী ইউজেনি বাউচার্ড। সেই বাউচার্ড এখন র‌্যাঙ্কিংয়ে ১৬৭ নাম্বারে নেমে গেছেন। ফলে তাকে ফ্রেঞ্চ ওপেনে খেলতে হলে বাছাইপর্ব উতরে আসতে হবে। সবমিলিয়ে শারাপোভার এখন আবার সুখের সময়।
×