ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্চবিশপ দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ মে ২০১৮

আর্চবিশপ দোষী সাব্যস্ত

অস্ট্রেলিয়ার একটি আদালত শিশুদের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে এ্যাডিলেডের আর্চবিশপ ফিলিপ উইলসনকে দোষী সাব্যস্ত করেছে। ১৯৭০-এর দশকে নিউ সাউথ ওয়েলসের যাজক জেমস ফ্লেচার গির্জার ছেলেশিশুদের যৌন নির্যাতন করতেন। উইলসন তখন সেই যাজকের সহকারী ছিলেন। ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, এ ঘটনা তাকে জানানো হলেও তিনি তা প্রতিকারের কোন চেষ্টা করেননি। বরং গির্জার ভাবমূর্তি রক্ষার জন্য ঘটনাটি আড়াল করেন। -বিবিসি ২৩ হাজার হেক্টর বনাঞ্চল ধ্বংস রাশিয়াজুড়ে ৭ হাজার ৪শ’ হেক্টরের বেশি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা ২৪ ঘণ্টায় প্রায় ১শ’টি স্থানে দাবানল নিভিয়ে ফেলেছে। মঙ্গলবার এরিয়াল ফরেস্ট প্রটেকশন সার্ভিসের প্রেস সার্ভিস একথা জানিয়েছে। ২২ মে মধ্যরাত থেকে ২৩ হাজার ৬৪৮ হেক্টর এলাকায় ৪৫টি স্থানে দাবানল জ্বলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার রাশিয়ার ২০ হাজার ৭শ’ হেক্টর এলাকায় ৫৫টি স্থানে দাবানল দেখা দিয়েছিল। পূর্ব প্রান্তের আমুর অঞ্চলে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। -এএফপি
×