ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪, কারাদন্ড ২৬

প্রকাশিত: ০১:৫৫, ২২ মে ২০১৮

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪,  কারাদন্ড ২৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১২৪ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলাজুড়ে এই অভিযান চালানো হয়। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ৪৪, জেলা পুলিশ ৫২ এবং র্যাব ২৮ জনকে গ্রেফতার করে। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভিন্ন অপরাধে ৪৪ জনকে গ্রেফতার করে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, জেলা পুলিশের আট থানা ও ডিবি পুলিশ মোট ৫২ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধেও নেয়া হয়েছে আইনগত ব্যবস্থা। এদিকে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। অন্য দুইজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
×