ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ১০ দিন ধরে বিএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ২২:১৬, ২২ মে ২০১৮

গোপালগঞ্জে ১০ দিন ধরে বিএসসি পরীক্ষার্থী নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে বিএসসি প্রথম বর্ষের পরীক্ষার্থী ফাহিম ফয়সাল শেখ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১২ মে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ শহরে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে আসার পথে সে নিখোঁজ হয়। ওইদিন বিকেলে সরকারি বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে ছিল তার বিএসসি প্রথম বর্ষের পরীক্ষা। নির্ধারিত বিষয় ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভূদ্যয়; কিন্তু সে পরীক্ষায়ও অংশগ্রহণ করেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফাহিম ফয়সাল শেখ টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা গ্রামের মিঞ্জিল শেখের ছেলে। সে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পরদিন ফাহিম ফয়সাল শেখের বোন লুৎফুন্নেছা এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় একটি জিডি দায়ের করেছেন। আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামূল কবীর জানিয়েছেন, জিডি দায়ের হওয়ার পর তারা বাংলাদেশের সব থানায় ম্যাসেজ পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত ফাহিম ফয়সালের কোন খোঁজ মেলেনি। তাকে খুঁজে বের করতে আমাদের সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।
×