ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার ঈদে কাতান শাড়ির চাহিদা বেশি

প্রকাশিত: ২০:২৩, ২২ মে ২০১৮

এবার ঈদে কাতান শাড়ির চাহিদা বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ উৎসব উদযাপন কিংবা বেড়াতে যাওয়া, শাড়িই প্রথম পছন্দ নারীদের। উৎসব কেন্দ্রিক পোশাকের বাজারে তাই বাড়তি চাহিদা থাকে শাড়ির। ঈদকে সামনে রেখে এরইমধ্যে বাহারি রং আর বিচিত্র নকশার শাড়ির পসরা সাজিয়েছে রাজধানীর বিপনীবিতানগুলো। বিক্রেতাদের প্রত্যাশা সময় গড়ানোর সাথে সাথে ক্রেতা-দর্শনার্থীর আনাগোনায় জমে উঠবে ঈদ কেনাকাটা। বাঙালি নারী, আটপৌরে শাড়ি। শাড়িতে নারীর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। তাই যেকোন উৎসবে পছন্দের পোশাকের তালিকায় প্রথমেই শাড়িকে প্রাধান্য দেন নারীরা। ঈদ বাজারে বিপনীবিতানগুলোতে তাঁত, কাতান, তসর ও জামদানি'সহ নানা রকমের শাড়ির দেখা মিলছে। বাহারি রং আর ব্লক প্রিন্ট, বাটিক, কাথা স্টিচ, কুচি প্রিন্ট, গুজরাটি নকশা'র সমন্বয়ে ফুটে উঠেছে প্রতিটি শাড়ির জমিন। বৈচিত্র্য আনতে আঁচল ও পাড়ে বসানো হয়েছে পাথর কিংবা সুতার বাড়তি কারুকাজ। এসবের মধ্য থেকে পছন্দের শাড়িটি বেছে নিতে হাজির ক্রেতা-দর্শনার্থীরা। রাজধানীর একটি বিপনীবিতানে শাড়ি কিনতে আসা এক নারী ক্রেতা বলছিলেন, 'শেষের দিকে অনেক ভিড় হয়, কালেকশনও শেষ হয়ে যায়। তাই একটু আগে ভাগেই এসেছি।' আরেক নারী বলেন, 'জামদানি শাড়ির ডিজাইনগুলো একটু চেঞ্জ হওয়া দরকার। সেই পুরনো ডিজাইনগুলোই রয়ে গেছে।' বিক্রেতারা বলছেন, এবছর কাতান শাড়ির চাহিদা বেশি। সাধ্যের মধ্যে রয়েছে দামও। এক ব্যবসায়ী বলেন, 'মানুষ যাতে কিনতে পারে সেভাবেই দাম ধরে কাতান শাড়ি তৈরি করছি এবার।' আরেক ব্যবসায়ী বলেন, 'রোজার মাসে সবসময় ব্যবসা ভালো হয়। এবারও হবে আশা করি।' সপ্তাহখানেকের মধ্যে ঈদ কেনাকাটা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।
×