ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী শাওন চৌধুরী

প্রকাশিত: ০৭:৩৯, ২২ মে ২০১৮

ভারতে সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী শাওন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠশিল্পী শাওন চৌধুরী সাম্প্রতিক কালে একজন সফল কবি হিসেবেও নিজের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ ও ভারত থেকে এ পর্যন্ত গজলসহ তার মোট ১৩টি মিউজিক এ্যালবাম প্রকাশ হয়েছে। তবে গানের পাশাপাশি শিল্পী শাওন চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের খেয়াঘাটে’ ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়। এটি দেশের বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়। এই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয় তার মৌলিক ইংরেজি কাব্যগ্রন্থ ‘দ্য এগোনাইজ্ড সোল্’। এতে তার ১০০টি মৌলিক ইংরেজি কবিতা স্থান পায়। সম্প্রতি ভারতের ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে ইংরেজি এই কাব্যগ্রন্থটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ‘কুসুমের ফেরা সাহিত্য পুরস্কার’ লাভ করেছে। পুরস্কার প্রাপ্তি উপলক্ষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাওন চৌধুরী বলেন, আমি অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমার একার নয়, এ অর্জন বাংলাদেশের। এই পুরস্কারপ্রাপ্তি আমাকে নিঃসন্দেহে অধিকতর ভাল লেখায় অনুপ্রাণিত করবে। তিনি এই সম্মান প্রদানের জন্য কুসুমের ফেরা সাহিত্য পরিষদের সংগে সংশ্লিষ্ট সকল গুণীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
×