ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকর্ড গড়লেন জয়া

প্রকাশিত: ০৭:৩৮, ২২ মে ২০১৮

রেকর্ড গড়লেন জয়া

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ল্যাহেঙ্গা শাড়ি পরে রেকর্ড গড়লেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি গুলশানের প্রেম’স কালেকশন আয়োজিত ফ্যাশন শোতে চারশ ফুট দৈর্ঘ্যরে ল্যাহেঙ্গা শাড়ি পরে র‌্যাম্পে হাঁটেন এই তারকা। শাড়িটির আরেকটি বিশেষত্ব হলো, পুরো শাড়িতে কোন জোড়া নেই। শাড়িটি ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রেম বম্বানী। জানা গেছে, গিনেস বুকে স্থান পাওয়ার জন্য শাড়িটি তৈরি করেছে প্রেম’স কালেকশন। এ ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানী। জয়া আহসান বলেন, ইতিহাসের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ল্যাহেঙ্গা শাড়ি পরে র‌্যাম্পে হাঁটার অনুভূতি অসাধারণ। যদিও পুরো শাড়ি পরা সম্ভব ছিল না। আমার পেছনে ২০ জন মডেল শাড়ির বাড়তি অংশ বহন করেছেন। আশা করছি, শাড়িটি রেকর্ড গড়তে পারবে। জয়া আহসান বলেন, ছবির কাজে এখন বেশির ভাগ সময় কলকাতায় থাকতে হচ্ছে। কলকাতায় ফিরেই কৌশিক গাঙ্গুলীর নতুন চলচ্চিত্র ‘বিজয়া’র শূটিংয়ে অংশ নেব। এবার ঢাকায় এসে জয়া আহসান ‘দেবী’ চলচ্চিত্রটি নিয়ে বেশি কাজ করেছেন। এ চলচ্চিত্রের একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ।
×