ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাট উপ-নির্বাচন

খালেকের আসনে মনোনয়ন পেলেন সহধর্মিণী হাবিবুন নাহার

প্রকাশিত: ০৭:২৩, ২২ মে ২০১৮

খালেকের আসনে মনোনয়ন পেলেন সহধর্মিণী হাবিবুন নাহার

বিশেষ প্রতিনিধি ॥ বাগেটরহাট ৩ (রামপাল-মংলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের সহধর্মিণী হাবিবুন নাহার। সোমবার রাতে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওধয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট চারজন ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছিলেন। হাবিবুন নাহার ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক শাকিল আহসান, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ওবায়েদ। সংসদীয় বোর্ডের সভায়, আলোচনার পর হাবিবুন নাহারকেই নৌকা প্রতীকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন দেয়া হয়। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার আবদুল খালেক। তবে খুলনা সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। গত ১৫ মে অনুষ্ঠিত খুসিক নির্বাচনে তিনি মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হন।
×