ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বুড়ো’ ইনিয়েস্তাকে নিয়ে স্পেনের বিশ্বকাপ দল

প্রকাশিত: ০৭:১৫, ২২ মে ২০১৮

‘বুড়ো’ ইনিয়েস্তাকে নিয়ে স্পেনের বিশ্বকাপ দল

স্পোর্টস রিপোর্টার ॥ গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। স্পেনের ২০১৮ রাশিয়া বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফরোয়ার্ড আলভারো মোরাটার। তাকে বাদ দিয়ে সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেণ স্পেন কোচ জুলেন লোপেটেগুই। বেশ কিছু চমক থাকলেও ২০১০ বিশ্বকাপজয়ী দলে আছেন সদ্যই বার্সিলোনাকে বিদায় জানানো মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। দলে বার্সার জর্ডি আলবার বিকল্প লেফটব্যাক হিসেবে চেলসির মার্কোস আলোনসোকে দেখছিল সবাই। কিন্তু ক্লাব সতীর্থ মোরাটার ভাগ্য বরণ করেছেন রিয়াল একাডেমিরই আরেক ছাত্র আলোনসো। সবাইকে অবাক করে দিয়ে আর্সেনালের নাচো মনরিয়েলকে ডেকেছেন স্পেন বস। চেলসিরই আরেক খেলোয়াড় ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেড্রোও ডাক পাননি। বাদ পড়েছেন জুয়ান মাতাও। ফরোয়ার্ড লাইনে ডাক পেয়েছেন দুই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। এরা হলেন- দিয়াগো কোস্তা ও রড্রিগো। সবাই প্রত্যাশা মতোই ডাক পেয়েছেন। দল ॥ গোলরক্ষক- ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পেপে রেইনা, ডিফেন্ডার-দানি কারভাহাল, আলভারো ওড্রিওজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েটা, জর্ডি আলবা, নাচো মনরিয়েল, মিডফিল্ডার-সার্জিও বসকুয়েটস, সিউল নিগুয়েজ, থিয়াগো আলকান্টারা, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, ডেভিড সিলভা, ফরোয়ার্ডÑ ইস্কো, মার্কো এ্যাসেনসিও, লুকাস ভাসকেজ, দিয়াগো কোস্টা, রড্রিগো মরেনো, ইয়াগো আসপাস।
×