ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম জয়ে এগারোয় চোখ নাদালের

প্রকাশিত: ০৭:১৫, ২২ মে ২০১৮

অষ্টম জয়ে এগারোয় চোখ নাদালের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে একের পর এক শিরোপা নিজের শোকেসে তুলে ৩১ বছর বয়সেও প্রমাণ করে চলেছেন তা। রবিবারও টেনিসপ্রেমীদের ঝলক দেখালেন স্পেনের এই টেনিস তারকা। বর্তমান চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেরেভকে পরাজিত করে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত ফাইনালে মাত্র দুই ঘণ্টার লড়াইয়ে রাফায়েল নাদাল ৬-১, ১-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেন দুর্দান্ত ফর্মে থাকা জেরেভকে। সেইসঙ্গে বিশ^ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও পুনরুদ্ধার করে নিলেন এই স্প্যানিয়ার্ড। জার্মানির দ্বিতীয় বাছাই জেরেভ তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকার পরই হানা দেয় বৃষ্টি। যে কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। শীর্ষ বাছাই নাদাল এই সুযোগে নিজেকে ফিরিয়ে এনে শেষ পাঁচ ম্যাচ জিতে ক্যারিয়ারের ৩২তম মাস্টার্স শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ৩১ বছর বয়সী নাদাল এই শিরোপা জয়ের মাধ্যমে আবারও প্রমাণ করলেন রোলা গ্যাঁরোতে তিনিই হট ফেবারিট। আগামী রবিবার পর্দা উঠবে ফরাসী ওপেনের। রাফায়েল নাদালের লক্ষ্য এখন ফ্রেঞ্চ ওপেনের ১১তম শিরোপা জয় করা। ম্যাচের শেষে নাদাল বলেন, ‘বৃষ্টি বিরতিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি বুঝতে পারিনি এটা আমাকে সহযোগিতা করবে। সেখান থেকে এভাবে ফিরতে পারব মনে করিনি। আমি সত্যিই আনন্দিত। রোমে আটবার জেতার অনুভূতি সত্যিই বিশেষ কিছু। এর ব্যাখ্যা দেয়া কঠিন। আবারও এখানে জিততে পারলে মন্দ হবে না। রোলা গ্যাঁরোতে যাবার আগে এখানে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। তবে প্যারিসের আবহাওয়া সবসময়ই কঠিন। যদিওবা জয় কিংবা হারের পর যে কী হবে সেটায় বিশ্বাসী নই আমি। তবে জয় তো সবসময়ই জয়। হারের চেয়ে এই জয়টা অবশ্যই বেশ সহযোগিতা করবে আমাকে।’ এসময় তরুণ প্রতিভাবান খেলোয়াড় জেরেভকেও প্রশংসায় ভাসিয়েছেন নাদাল। এ প্রসঙ্গে ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক বলেন, ‘জেরেভও দারুণ খেলেছে, টানা এতগুলো ম্যাচে জয়ী হওয়াটা মোটেও সহজ নয়।’ হ্যাঁ, ২১ বছর বয়সী জেরেভ টানা ১৩ ম্যাচ জয়ের ধারা বজায় রেখে ফাইনালে খেলতে নেমেছিলেন। এর মধ্যে ছিল গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের শিরোপাও। তবে নাদালের বিপক্ষে সবসময়ই ব্যর্থ হয়েছেন এই জার্মান তারকা। রবিবারের আগ পর্যন্ত চার ম্যাচ খেলে তার সবকটিতেই হার দেখেছেন তিনি। ইতালিয়ান ওপেনে হারায় সেই সংখ্যাটাকে নিয়ে গেলেন পাঁচে।
×