ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করল ইন্টার মিলান

প্রকাশিত: ০৭:১৫, ২২ মে ২০১৮

চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করল ইন্টার মিলান

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের সিরি এ শিরোপা আগেই নিশ্চিত হয়েছে জুভেন্টাসের। তবে পরের অবস্থানগুলো নিয়ে লড়াই ছিল। বিশেষ করে পরবর্তী বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে কারা অংশ নেবে সেটা নিশ্চিত হওয়ার জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নাটকীয় এক ম্যাচে রবিবার রাতে ইউরোপিয়ান চিরশত্রু ল্যাজিওর বিপক্ষে ৩-২ গোলে জিতে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করেছে ইন্টার মিলান। ২০১১-১২ মৌসুমের পর আবার ইউরোপের এই সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়া নিশ্চিত করল তারা। রবিবার রাতের ম্যাচটিতে অবশ্যই জিততে হতো ইন্টার মিলানকে। ল্যাজিও আগেভাগেই তৃতীয় অবস্থানে থাকার কারণে তাদের শুধু ড্র করলেই চলত। সেদিক থেকে ভাল অবস্থানে থাকা ল্যাজিও ম্যাচেও দারুণ পরিস্থিতিতেই ছিল। ২-১ গোলে এগিয়ে ছিল তারা। মূলত ৯ মিনিটে আত্মঘাতী গোল করেছিলেন ইভান পেরিসিচ। তবে ২৯ মিনিট ড্যানিলো ডি এ্যামব্রোসিওর গোলে সমতায় ফেরে ইন্টার। ৪১ মিনিটে লুলিচের সহায়তায় গোল করে ল্যাজিওকে এগিয়ে নেন ফেলিপে এ্যান্ডারসন। একেবারে শেষ মুহূর্তে অবিস্মরণীয় জয় ইন্টারকে পাইয়ে দেন মাওরো ইকার্ডি পেনাল্টি থেকে ৭৯ মিনিটে ও ৮১ মিনিটে ম্যাতিয়াস ভেসিনো গোল করে। ৭৮ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের জন্য মাঠ ছাড়েন ল্যাজিওর লুলিচ। আর সে কারণেই টানা দুটি গোল হজম করতে হয় তাদের। এ জয়ের ফলে লীগ শেষে সমান ৭২ পয়েন্ট উভয় দলের। গোল পার্থক্যে এগিয়ে ল্যাজিও। কিন্তু হেড-টু-হেড বিবেচনায় চার নম্বর অবস্থান নিশ্চিত করেছে ইন্টার। পাঁচে নেমে গেছে ল্যাজিও। ফলে শেষ মুহূর্তের এই হারেই আগামী বছর চ্যাম্পিয়ন্স লীগ খেলা হচ্ছে না তাদের। আর ৬ বছর পর আবার ফিরছে ইন্টার। আরচারি কোচেস কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বিওএ উদ্যোগে অলিম্পিক সলিডারিটি আরচারি কোচেস কোর্স লেভেল-২ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বিওএ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ বশির আহমেদ (সহসভাপতি, বিওএ এবং আহ্বায়ক, অলিম্পিক সলিডারিটি কমিটি, (বিওএ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামন কোহিনুর (উপমহাসচিব, বিওএ), আরচারি ফেডারেশন সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল প্রমুখ। কোর্স পরিচালনা করবেন ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের প্রশিক্ষক প্যাসক্যাল কোলমায়ার।
×