ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসির শোকেসে গোল্ডেন স্যু ও পিচিচি ট্রফি

প্রকাশিত: ০৭:১৪, ২২ মে ২০১৮

মেসির শোকেসে গোল্ডেন স্যু ও পিচিচি ট্রফি

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন চমক মোহাম্মেদ সালাহকে পেছনে ফেলে ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন স্যু জিতে নিয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই নিয়ে পঞ্চমবার গৌরবময় পুরস্কারটি জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। অর্থাৎ পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার এই এ্যাওয়ার্ড জিতেছেন চারবার। শুধু তাই নয়, লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফিও জিতেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। মাস খানেক আগে গোল্ডেন স্যু পুরস্কারের জন্য ফেবারিট ছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহ। কিন্তু প্রিমিয়ার লীগে মার্চের পর মাত্র চারটি গোল করেন তিনি। এই সময়ের মধ্যে মেসি জবাবটা দিয়েছেন লা লিগায় আট গোল করে। ঘরোয়া লীগে ৩৪ গোল করা মেসি সালাহর থেকে দুটি বেশি করেছেন। টটেনহ্যামের হ্যারি কেন ৩০ গোল নিয়ে তৃতীয়। গোল্ডের স্যু পুরস্কার দেয়ার ক্ষেত্রে গোল সংখ্যার পাশাপাশি দলগুলোর পয়েন্ট বিবেচনা করা হয়। যেমন পর্তুগীজ লীগে খেলা জোনাস বেনিফিকা করেছেন ৩৪ গোল। কিন্তু দলের অবস্থা খারাপ হওয়ায় তিনি নবম স্থানে। এই মৌসুমে ২৬ গোল নিয়ে রোনাল্ডো আছেন অষ্টম স্থানে। ২৫ গোল নিয়ে সুয়ারেজ দশম। রবিবার শেষ হওয়া লা লিগায় অপ্রতিরোধ্য গতিতে মিশন শেষ করেছে বার্সিলোনা। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। অপ্রতিরোধ্য ছিলেন দলের সেরা তারকা মেসিও। নিজের নামের পাশে সেরা গোলদাতার তকমা লাগিয়ে ইউরোপের সেরা তারকার লড়াইয়ে এগিয়ে চলছিলেন সবার আগেই। তবে চূড়ান্ত ফল পেতে মেসিকে কিছুটা অপেক্ষা করতেই হয়। কারণ সিরো ইমোবিল, মোহামেদ সালাহও সমানতালে মেসির সঙ্গে পাল্লা দিচ্ছিলেন। তবে সবাইকে হারিয়ে পঞ্চমবারের মতো গোল্ডেন স্যু ও পিচিচি এ্যাওয়ার্ড যাচ্ছে মেসির ঘরেই। পরশু রাতে ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একাদশে ছিলেন না মেসি। শেষদিকে অবশ্য মাঠে নামলেও গোলের দেখা পাননি। তাতে গোলদাতার শীর্ষস্থান ধরে রেখে ইউরোপের এই মৌসুম শেষ করতে অসুবিধা হয়নি আর্জেন্টাইন এই অধিনায়কের। ঘরোয়া ‘ডাবল’ জেতায় মৌসুমটা দারুণ কেটেছে বার্সিলোনার। দলের সাফল্যে মৌসুম জুড়ে অবদান রাখা মেসির ব্যক্তিগত অর্জনও আকাশচুম্বী। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি ও ইউরোপের লীগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন স্যু দুটোই জিতেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। মেসির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো চারটি গোল্ডের স্যুর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও তিনটি রিয়ালের হয়ে জিতেছেন। মেসির পাঁচটিই বার্সিলোনার হয়ে জেতা। মেসি এ নিয়ে টানা দ্বিতীয় ও মোট পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। এর আগে পিচিচি ট্রফি জিতেছিলেন ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে। পুরস্কারটি জয়ের তালিকায় ছাড়িয়ে গেেেছন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। ৬টি পিচিচি ট্রফি নিয়ে শীর্ষে টেলমো জারা।
×