ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবাহনীকে হারিয়ে প্রতিশোধ নিল মোহামেডান

প্রকাশিত: ০৭:১৩, ২২ মে ২০১৮

আবাহনীকে হারিয়ে প্রতিশোধ নিল মোহামেডান

রুমেল খান ॥ বাফুফে ভবনে পেশাদার লীগ কমিটির ‘ম্যারাথন’ মিটিং চলছে। এমনিতেই সেটা শুরু হয়েছে একঘণ্টা পর (দেড়টার পরিবর্তে আড়াইটায়)। কাজেই কখন যে শেষ হবে, সেটা অনুমান করা দুরূহ। এদিকে সোয়া তিনটা বেজে গেছে, মিটিং চলছেই। ফলে আর বাফুফে ভবনে অপেক্ষা করতে পারলাম না। বেরিয়ে পড়লাম। উদ্দেশÑ মওলানা ভাসানী স্টেডিয়ামে যাওয়া। কারণ একটু বাদেই সেখানকার নীল টার্ফে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ডিভিশন হকি লীগের জমজমাট এবং ‘হাইভোল্টেজ’ ম্যাচ। যাতে সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড মুখোমুখি হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চারবারের শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বাফুফে ভবনে থেকে বেরিয়ে একটু এগুনোর পরই পেছন থেকে গাড়ির হর্ন। পুরনো লক্কড়-ঝক্কড় মার্কা নিজস্ব মিনিবাস চড়ে মোহামেডানের খেলোয়াড়রা যাচ্ছেন হকি স্টেডিয়ামে। বাসের পেছনে এক মোটরসাইকেলে আরও দুই খেলোয়াড়। চলন্ত অবস্থায় এক ঝলক দেখে যতটা মনে হলো, তাতে খেলোয়াড়দের বেশ উজ্জীবিতই লাগছিল। ম্যাচ শেষে সেটা রূপান্তরিত হলো বাঁধভাঙ্গা বিজয়ের উল্লাসে। কেননা তারা যে হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আবাহনীকে। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল মোহামেডান। এই জয়ের মধুর প্রতিশোধ নিল তারা। ২০১৬ সালের ২১ জুন এই ভেন্যুতেই প্রিমিয়ার লীগের সুপার সিক্সের খেলায় আবাহনীর কাছে ৪-২ গোলে হেরেছিল সাদা-কালোরা। নিজেদের নবম ম্যাচে এটা মোহামেডানের নবম জয়। ২৭ পয়েন্ট নিয়ে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অবশ্য মেরিনারের চেয়ে তিন গোল পিছিয়ে আছে তারা (মোহামেডান ৬৪, মেরিনার ৬৭ গোল)। মোহামেডানের কাছে হেরে পিছিয়ে পড়ল আবাহনী। সমান ম্যাচে এটা তাদের প্রথম হার। পয়েন্ট ২৪। অবস্থান দ্বিতীয়। পুরো খেলায় জেতার পাশাপাশি প্রতিপক্ষের ওপর বেশি আধিপত্য বিস্তার করেও খেলে মোহামেডান। বল নিয়ন্ত্রণ এবং আক্রমণেও এগিয়েছিল তারাই। যেখানে মোহামেডান পেনাল্টি কর্নার (পিসি) পায় আটটি, সেখানে আবাহনী পায় মাত্র ২টি! খেলায় রিভিউ সিস্টেম থাকলেও সেটা নিয়েই সময় নষ্ট হয়েছে বেশি। এছাড়া আম্পায়ারের সিদ্ধান্ত না মানতে পেরে উভয় দলের খেলোয়াড়রাই একাধিকবার কয়েক মিনিট খেলা থেকে বিরত থাকেন। ফলে ৭০ মিনিটের খেলা শেষ হতে অনেক সময় নিয়েছে। ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। প্রথম পেনাল্টি কর্নার পায় তারা। ভারতীয় শামসের সিংয়ের পুশ কামরুজ্জামান রানা স্টপ করার পর রাসেল মাহমুদ জিমি ঠিকমতো হিটই নিতে পারেননি। ফলে গোলের সন্ধান পায়নি তার দল। এর তিন মিনিট পরেই অবশ্য আক্ষেপের অবসান ঘটে। কাক্সিক্ষত গোলের সন্ধান পায় তারা। ২৪ মিনিটে দ্বিতীয় পিসি পায় তারা। প্রথম প্রচেষ্টায় গোল না হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ইমরান হোসেন পিন্টুর জোরালো হিট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় দলটি (১-০)। উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে উপস্থিত মোহামেডান-সমর্থকরা। প্রথমার্ধের শেষদিকে পাওয়া পিসি কাজে লাগাতে পারেনি আবাহনী। তাজউদ্দিন আহমেদের পুশ সারোয়ার হোসেন স্টপ করার পর আশরাফুল ইসলামের হিট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে শামসের পুশ রানা স্টপ করার পর অরবিন্দর সিংয়ের হিট লক্ষ্যভ্রষ্ট হয়। গোলমুখ থেকে সারোয়ার হোসেন ও কৃষ্ণ কুমার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর ৫৫ মিনিটে সমতার স্বস্তি ফেরে আবাহনী-সমর্থকদের মুখে। শূটিং সার্কেলের জটলার মধ্যে থেকে আরশাদ হোসেন সুযোগ সন্ধানী হিটে লক্ষ্যভেদ করেন (১-১)। শেষ দিকে দুটি পিসি পেলেও কাজে লাগাতে পারেনি মোহামেডান। একটি জিমি, অন্যটি রানা মিস করেন। জিমি আরেকটি সুযোগ নষ্ট করার পর ৬৯ মিনিটে জয়সূচক গোল পায় মোহামেডান। শামসের পুশ রানা স্টপ অরবিন্দর সিং লক্ষ্যভেদ করেন (২-১)। আম্পায়ার অবশ্য ভুলক্রমে গোলটি দেন নারেন্দর কুমারের নামে! এর আগে দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া এসসি ৭-১ গোলে সাধারণ বীমাকে হারায়।
×