ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিতলিনার টানা দুই

প্রকাশিত: ০৭:১১, ২২ মে ২০১৮

সিতলিনার টানা দুই

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের ন্যায় এবারও ইতালিয়ান ওপেনের ফাইনালের টিকেট কেটেছিলেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ আর ইউক্রেনের এলিনা সিতলিনা। কিন্তু এবারও হ্যালেপের ভাগ্য বদলাল না। টুর্নামেন্টের শীর্ষ বাছাই হ্যালেপকে পরাজিত করে শেষ পর্যন্ত সিতলিনাই হাসলেন শিরোপার হাসি। রবিবার ফাইনালে চতুর্থ বাছাই এলিনা সিতলিনা ৬-০ এবং ৬-৪ গেমে খুব সহজেই পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপকে। সেই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেলেন সিতলিনা। বাকু, দুবাইয়ের পর ইতালিয়ান ওপেনের ট্রফিটাকেও দ্বিতীয়বার নিজের শোকেসে তুললেন ২৩ বছরের এই প্রতিভাবান খেলোয়াড়। ২০১৮ সালে এটা সিতলিনার তৃতীয় শিরোপা। এর আগে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট ও দুবাই ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। যার ফলে তার মোট শিরোপা জয়ের সংখ্যাটাকে নিয়ে গেলেন বারতে। আট ফাইনালের সবই সাফল্যের সঙ্গে শিরোপা উঁচিয়ে ধরার রেকর্ডও এখন তার দখলে। ইতালিয়ান ওপেনের শিরোপা নিজের শোকেসে ধরে রাখতে পেরে চতুর্থ বাছাই এলিনা সিতলিনা দারুণ রোমাঞ্চিত। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, সত্যিই দারুণ একটা ম্যাচ খেলেছি আমি। বলতে পারেন একতরফাই ম্যাচটা জিতেছি। ম্যাচে রাজত্ব ছিল আমার। সেরাটা খেলে সিমোনা হ্যালেপের ওপর চাপ তৈরির জন্য সব ধরনের চেষ্টাই করেছি। শুরু থেকেই চেয়েছি তার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণটা আমার করে নিতে। দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ওপেনের ট্রফি জয়ের অনুভূতিটাকে সিতলিনা বিশেষ কিছু বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে ১২টি শিরোপার মালিক বলেন, দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলাম। শিরোপা ধরে রাখতে পারাটা আমার কাছে বিশেষ কিছুই। কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম সিতলিনা। কিন্তু এখন পর্যন্ত মেজর কোন শিরোপার স্বাদ পাননি পাঁচ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই তারকা। ইতালিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়ে গত বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে আটকে যান তিনি। তবে এবার সিতলিনা আগের চেয়ে অনেকটাই অভিজ্ঞ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা হ্যালেপকে পরাজিত করে সিতলিনা সাফ জানিয়ে দিলেন তা। এ বিষয়ে চতুর্থ বাছাই বলেন, গত বছরও এই শিরোপা জিতে রোঁলা গ্যাঁরোর কোর্টে নেমেছিলাম আমি। কিন্তু সেটা ছিল প্রথমবার। এ বছরটা তাই সম্পূর্ণরূপেই আলাদা। যে কারণে নিজেকেই এবার ফেবারিট বলে মনে করছি আমি। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি এবার। আমার জন্য এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বড় কোর্টের আবহাওয়ায় উপভোগ করতে চাই আমি। সিতলিনার কাছে মাত্র ৬৭ মিনিটেই হেরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই হতাশ সিমোনা হ্যালেপ। কিন্তু এই হারেও ভেঙ্গে পড়ছেন না তিনি। রোমানিয়ান তারকার চোখেও এখন ফ্রেঞ্চ ওপেন। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের বাধা পেরোনোয় হ্যালেপের মূল লক্ষ্য এখন। এ প্রসঙ্গে শীর্ষ বাছাই বলেন, পুরোপুরি প্রস্তুত হয়েই রোঁলা গ্যাঁরোয় যেতে চাই আমি। ফরাসী ওপেনের আগে আমার অনুভূতি বেশ ভাল। তবে প্রথম লক্ষ্য প্রথম রাউন্ডের বাধা পার হওয়া। কেননা, প্রথম রাউন্ডের বাধা পার হওয়াটা সব সময়ই খুব কঠিন কাজ। এ সময় সিতলিনারও ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। তার মতে, সে নিজের মতো করে সেরা খেলাটাই খেলেছে। তার বিপক্ষে যতবারই আমি খেলেছি সে খুব ভাল খেলেছে। নিশ্চিত যোগ্য খেলোয়াড় হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে সে। শারীরিকভাবে আমি কিছুটা ক্লান্ত ছিলাম। ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন হ্যালেপ। কিন্তু সেবার লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে হেরে যান। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে এবারও বড় একটা ধাক্কা খেলেন সিতলিনার কাছে হেরে। এবার হ্যালেপ তাহলে কেমন পারফর্ম করবেন ফরাসী ওপেনে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×