ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ-চেন্নাই ফাইনালে ওঠার লড়াই আজ

প্রকাশিত: ০৭:১০, ২২ মে ২০১৮

হায়দরাবাদ-চেন্নাই ফাইনালে ওঠার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে লিগ পর্বের লড়াইগুলো বেশ জমে উঠেছিল। লিগ পর্বের শেষ দিনে দিল্লী ডেয়ারডেভিলসের কাছে হেরে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। হতাশার সমাপ্তি রোহিত শর্মা, মুস্তাফিজুর রহমানদের। সবশেষ দিনের অপর ম্যাচে পাঞ্জাবকে অন্তত ৫৬ রানের ব্যবধানে জিততে হতো, সেখানে উল্টো চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটের হারে স্বপ্নভঙ্গ রবিচন্দ্রন আশ্বিনদের। শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় আগেই চতুর্থ স্থানে থাকা অজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস। অর্থাৎ ‘কোয়ালিফায়ার-১’ এ সাকিব আল হাসানদের হায়দরাবাদের প্রতিপক্ষ আজ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই, আর এলিমিনেটরে মুখোমুখি হবে দিনেশ কার্তিকের কলকাতা ও রাহানের রাজস্থান। আইপিএলে কোন চার দল শেষ চারে উঠছে, সেটি জানার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিশেষ করে, দ্বিতীয় ও তৃতীয়স্থান নির্ধারণীর জন্য ছিল রুদ্ধশ্বাস অপেক্ষা। পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকায় সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস আগেই ‘প্লে-অফ’ নিশ্চিত ছিল। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয় কলকাতা নাইটরাইডার্স। প্রথম পর্বের খেলা শেষ হয়েছে রবিবার। ডাবল লিগ পদ্ধতিতে ৮টি দল মোট ম্যাচ খেলেছে ৫৬টি। প্লে-অফ নিশ্চিত করেছে চারটি দল। ১৪ ম্যাচে ৯ জয় ও ৫ হার নিয়ে সবার ওপরে কেন উইলিয়মসনের নেতৃত্বাধীন হায়দরাবাদ। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক জয়-পরাজয় ধোনির চেন্নাইর। তবে রান রেটে এগিয়ে থাকায় সাকিবরা শীর্ষে। আজ ‘কোয়ালিফায়ার-১’ নামের ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে গেলে আরও একটি সুযোগ থাকবে। আর এলিমিনেটর ম্যাচ খেলবে কলকাতা ও রাজস্থান। ইডেনে ওই ম্যাচটি হবে ২৩ মে। যারা জিতবে তাদের ফাইনালের টিকেটের জন্য খেলতে হবে ‘কোয়ালিফায়ার-২’ ম্যাচ। সেটিও ইডেনে অনুষ্ঠিত হবে। কোয়ালিফাইয়ার-১ ম্যাচে হেরে যাওয়া দল খেলবে কোয়ালিফায়ার-২এ। সেখান থেকে বিজয়ী দল যাবে ফাইনালে। ফাইনাল ২৭ মে মুম্বাইয়ে। লিগ পর্ব থেকে বাদ পড়া দলগুলোÑ মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলাভেন পাঞ্জাব ও দিল্লী ডেয়ারডেভিলস। আগেই প্লে-অফ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটা চেন্নাইর জন্য ছিল আনুষ্ঠানিকতার। আজ হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিটা ভালই সেরে নিয়েছে ধোনির দল। কারুণ নায়ারের ঝড়ো হাফ সেঞ্চুরি সত্ত্বেও ২ বল আগে ১৫৩ রানে অলআউট হয় পাঞ্জাব। বড় তারকা গেইল তো রানের খাতাই খুলতে পারেননি। জবাবে সুরোশ রায়না (৪৮ বলে অপরাজিত ৬১), দীপক চাহার (২০ বলে ৩৯) ও ধোনির (৭ বলে অপরাজিত ১৬) ম্যারাথন ব্যাটিংয়ে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ওদিকে শীর্ষে থেকে প্লে-অফে উঠে এলেও হায়দরাবাদ কিন্তু লিগ পর্বে নিজেদের শেষ দুই কলকাতার কাছে ৫ উইকেটে ও তার আগে বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরে গিয়েছিল। সুতরাং আজ কী হয় বলা যায় না। যদিও হেলে গেলেও উইলিয়ামসন-সাকিবরা আরেকটি ম্যাচ পাবেন।
×