ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে বার্সিলোনার শিরোপা উৎসব

প্রকাশিত: ০৭:১০, ২২ মে ২০১৮

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে বার্সিলোনার শিরোপা উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার সঙ্গে নাড়ির বন্ধন আন্দ্রেস ইনিয়েস্তার। কিন্তু ২২ বছরের মায়াজাল ছিন্ন করে অবশেষে প্রাণের ক্লাব ছেড়ে গেলেন তারকা এই মিডফিল্ডার। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় ২০১৭-১৮ মৌসুমের শেষ ম্যাচে কাতালানদের হয়ে শেষবারের মতো মাঠে নামেন স্প্যানিশ তারকা। ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে ন্যুক্যাম্পে বার্সিলোনা ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েডাডকে। তারকা এই ফুটবলারের বিদায়ক্ষণে বার্সাকে জয় পাওয়া গোলটি উপহার দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। প্রাণের ক্লাব ছাড়ার পর ইনিয়েস্তার পাড়ি জমানোর কথা চীনের অখ্যাত লীগে। ১৯৯৬ সালে বার্সার যুব দলের হয়ে শুরু। এরপর ২০০২ সাল থেকে একাধারে ১৬ বছর মূল দলে খেলেছেন দাপটের সঙ্গে। স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী আগেই শিরোপা নিশ্চিত করা বার্সিলোনাকে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় সোসিয়েডাড। ইনিয়েস্তা মাঠে ঢুকতেই গ্যালারিতে ‘ইনিয়েস্তা, ইনিয়েস্তা’ হর্ষধ্বনি ওঠে। শুরুর বাঁশির আগে বিদায়ী এই মিডফিল্ডারকে একটি স্মারক উপহার দেন সোসিয়েডাড মিডফিল্ডার জাভি প্রিয়েতো। তাকেও একটি উপহার দেন বার্সিলোনা তারকা। আর লিওনেল মেসির হাতে এপ্রিলের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন বার্সিলোনার আরেক কিংবদন্তি জাভি হার্নান্দেজ। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা বার্সিলোনার খেলা শুরু থেকেই ছিল বেশ গোছানো। ম্যাচের প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল সোসিয়েডাড। আদনান ইয়ানুজাইয়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। দুই মিনিট পর ইনিয়েস্তার জোরালো শট লাগে পাশের জালে। বিরতির কিছুক্ষণ আগে উসমান ডেম্বেলেকে বিপজ্জনকভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার রাউল নাভাস। ওই সময় রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন লুইস সুয়ারেজ। পায়ে আঘাত নিয়েও দ্বিতীয়ার্ধে খেলতে নামেন ফ্রান্সের বিশ্বকাপ দলে থাকা ডেম্বেলে। কিন্তু ৫৩তম মিনিটে তাকে তুলে নেন কোচ। ডাগআউটে ফিরে তার পায়ে বরফ দেয়ার দৃশ্য ফরাসী কোচ দিদিয়ে দেশমের কপালে ভাঁজ ফেলতে পারে। ৫৭তম মিনিটে অসাধারণ দৃষ্টিনন্দন গোলে বার্সপাকে এগিয়ে নেন কুটিনহো। ডি বক্সের অনেকখানি বাইরে থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা। ৬৭ মিনিটে কুটিনহোকে বসিয়ে মেসিকে মাঠে নামান বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। ৮২ মিনিটে ইনিয়েস্তাকে উঠিয়ে নেন বার্সা বস। এসময় মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিয়ে শেষবারের মতো মাঠ ছাড়েন ইনিয়েস্তা। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারকে শ্রদ্ধা জানাতে উঠে দাঁড়ায় পুরো ন্যুক্যাম্প। ১৬ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে মোট ৬৭৪টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩২টি শিরোপা জিতে বিদায় নিলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লীগের চারটি ও লা লিগার নয়টি শিরোপা। চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা বার্সিলোনা ২৮ জয় ও নয় ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে লীগ শেষ করেছে। আরেক ম্যাচে এইবারের সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করা রানার্সআপ এ্যাটলেটিকোর পয়েন্ট ৭৯। তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। চার নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৭৩। এবার লা লিগা থেকে অবনমন হয়েছে ডিপোর্টিভো লা করুনা, লাস পালমাস ও মালাগার। বার্সার হয়ে বিদায়ী ম্যাচে স্বাভাবিকভাবই কেঁদেছেন ইনিয়েস্তা। বিদায় বেলায় বলে গেলেন, বার্সার দিনগুলো তিনি আজীবন হৃদয়ে রাখবেন। বিদায়ক্ষণে ইনিয়েস্তা বলেন, ‘যেখানেই যাই, এই স্মৃতি হৃদয়ে থাকবে,’ দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের কখনো ভুলব না।’ এদিকে ইনিয়েস্তার বিদায়ের রাতে এ্যাটলেটিকোকে বিদায় জানিয়েছেন স্প্যানিশ তারকা ফার্নান্ডো টোরেস। তবে এ্যাটলেটিকোকে বিদায় জানালেও এখনই ফুটবল থেকে অবসর নিচ্ছেন না তিনি। এইবারের বিপক্ষে লীগের সর্বশেষ ম্যাচে দলগতভাবে রাঙ্গাতে না পারলেও নিজের বিদায়ী ম্যাচে জোড়া গোল করে ব্যক্তিগতভাবে বিদায়টাকে স্মরণীয় করে রাখেন তিনি। টোরেসের ফুটবল অধ্যায়ের শুরুটা এ্যাটলেটিকো মাদ্রিদে। হয়েছিলেন ক্লাবের সর্বকনিষ্ঠ অধিনায়কও। বর্তমানে এ্যাটলেটিকোর কোচ দিয়াগো সিমিওনে এই টোরেস অধিনায়ক থাকাকালীন ম্যাচে একসঙ্গে খেলেছিলেন। ৭ বছর এ্যাটলেটিকোতে কাটালেও নিজের সেরা ফর্মের সময়েই তাকে থাকতে হয়েছে লিভারপুলে। এখানে বসেই ‘এল নিনো’ ডাক নামে বেশি পরিচিত হন তিনি।
×