ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিন চুরির অভিযোগে শিক্ষক আটক

প্রকাশিত: ০৬:৪৯, ২২ মে ২০১৮

টিন চুরির অভিযোগে শিক্ষক আটক

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২১ মে ॥ বদরগঞ্জে স্কুলের ঢেউটিন চুরি করতে গিয়ে আমজনতার হাতে ধরা পড়েন ইশরাত জাহান নামে এক প্রধান শিক্ষক। সে ওসমানপুর মধ্যপাড়া সরকারীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি পার্শ^বর্তী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়বন্দ গ্রামের এমদাদুল হক মাস্টারের মেয়ে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিসসহ বদরগঞ্জ থানায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর মধ্যপাড়া গ্রামে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ বিতরণ স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ ডোমার উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পক্ষে উপজেলা প্রশাসন এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গত ৪ মে উপজেলার ৯ টি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঝড়ে ঘরচাপা পড়ে মারা যায় চার জন।
×